Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইবির ৯ প্রশাসনিক পদে নিয়োগ

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৪ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৪ PM

bdmorning Image Preview


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র উপেদষ্টা, প্রক্টর, পরিবহণ প্রশাসক ও পাঁঁচটি আবাসিক হলের প্রাধ্যাক্ষসহ মোট নয় পদে নিয়োগ দিয়েছে প্রশাসন।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ জানিয়েছেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরী সভায় নয় পদে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী নতুন দায়িত্ব প্রাপ্তদের চিঠি পাঠানো হচ্ছে। তাদেরকে আগামী ১ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, পরিবহন প্রশাসক হিসেবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজোয়ানুল ইসলাম, ছাত্র উপদেষ্টা হিসেবে ইনফরমেশন অ্যান্ড কমিউনেশন বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রক্টর পদে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইব্রাহিম আব্দুল্লাহ সিজার এবং ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তন কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক হিসেবে অধ্যাপক ইয়াসিন আলীকে দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়াও ৫ টি হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, শহীদ জিয়াউর রহমান হলে আইন বিভাগের অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার, লালন শাহ হলে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোতালেব হোসেন, দেশরত্ন  শেখ হাসিনা হলে প্রথম নারী পাধ্যক্ষ হিসেবে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলিনা নাসরীন দায়িত্ব পেয়েছেন।  বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহারকে দায়িত্ব দেয়া হয়েছে।   

Bootstrap Image Preview