Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তারমন বিবি ও মুনশি মেহেরুল্লাহ হলের নির্মাণ কাজের উদ্বোধন

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০১:৫৩ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০১:৫৩ PM

bdmorning Image Preview


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে ১০-তলা বিশিষ্ট মুনশি মোহাম্মদ মেহেরুল্লাহ ও পাঁচতলা বিশিষ্ট বীর প্রতিক তারামন বিবি হলের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (১৭ ডিসেম্বর) দুপুরে হল দুটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যশোরবিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর জানিয়েছে, ১০-তলা বিশিষ্টমুনশি মোহাম্মদ মেহেরুল্লাহ হলের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৫ দশমিক ৭১ কোটি টাকা। এই নির্মাণ কাজটি শেষ করতে দুই বছর সময় লাগবে। এতে দেশি-বিদেশি প্রায় ১০৮০ জন ছাত্রের আবাসনের ব্যবস্থা থাকবে। আর দশ তলা ভিতের উপর পাঁচতলা বিশিষ্ট বীর প্রতীক তারামন বিবি হলের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪ দশমিক ২৩ কোটি টাকা। এই প্রকল্পটি শেষ করতে দেড় বছর সময় লাগবে। এতে প্রায় ৫০০ ছাত্রীর আবাসনের ব্যবস্থা থাকবে।

হল দুটির ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপস্থিত আরও ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শেখআবুল হোসেন, অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: ইকবালক বিরজাহিদ, নির্মাণাধীন মুনশি মোহাম্মদ মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো: জাফিরুল ইসলাম, বীরপ্রতিক তারামন বিবি হলের প্রভোস্ট ড. শিরীন নিগার, যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব, পরীক্ষা নিয়ন্ত্রক মো: আব্দুররশীদ, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত) পরিতোষ কুমার বিশ্বাস, প্রধান প্রকৌশলী মো: হেলাল উদ্দিন পাটোয়ারি, গ্রন্থাগারিক মোহা. আমিনুলহকপ্রমুখ।
 

Bootstrap Image Preview