Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাবি সাংবাদিকদের নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আবদুল্লা আল মাসুদ, শাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:৩৭ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:৩৭ PM

bdmorning Image Preview


ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন সাংবাদিকের উপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। 

সোমবার (১৭ ডিসেম্বর) শাবি প্রেসক্লাবের দফতর সম্পাদক মেহেদী কবীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসময়, শাবি প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলাম ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ এক যৌথ বিবৃতিতে তিন সাংবাদিকের উপর হামলা ও নির্যাতনকারী বুয়েটের শেরে বাংলা হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক নাফিউল আলম ফুজি, ইফতেখারুল হক ফাহাদ, প্রচার সম্পাদক নিলাদ্রি নিলয় দাস এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম মাহমুদ সেতুকে তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ থেকে বহিষ্কারের দাবি জানান।

তারা আরো বলেন, সম্প্রতিকালে ছাত্রলীগ নামধারী কতিপয় সন্ত্রাসী এই সংগঠনটিকে কলুষিত করছে। তবে অপরাধ করলেও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে যা বঙ্গবন্ধুর হাতে গড়া এই সংগঠনটির সাথে সংবাদকর্মীদের মাঝে দূরত্ব সৃষ্টি করছে যা কোনো ভাবেই কাম্য নয়।

সম্প্রতি , ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিভিন্ন ক্যাম্পাস সাংবাদিকদের উপর হামলাকারীদের অপরাধের মাত্রাভেদে বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ থেকে আজীবন বহিস্কারের দাবি জানান তারা। 

উল্লেখ্য, গত শনিবার রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অপহরণের খবর সংগ্রহ করতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনের শিকার হন দৈনিক জনকণ্ঠ’র ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার মুনতাসির জিহাদ, কালের কণ্ঠ’র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী হাসান ও ইত্তেফাক’র বিশ্ববিদ্যালয় রিপোর্টার কবির কানন। 


 

Bootstrap Image Preview