Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে মঞ্চায়িত হবে 'বুদেরামের কূপে পড়া'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:৩৩ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:৩৩ PM

bdmorning Image Preview


রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুশীলন নাট্যদলের প্রযোজনায় ‘বুদেরামের কূপে পড়া’ নাটক  মঞ্চায়িত হবে মঙ্গলবার।

সোমবার নাট্যদলের আহ্বায়ক খায়রুল আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাট্যকর্মী ও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মলয় ভৌমিকের নির্দেশনায় নির্মিত হয়েছে এ নাটকটি। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনেএ নাটক মঞ্চায়িত হবে। সমাজের চলমান নানা সমস্যা আর সাধারণ মানুষের দুঃসহ জীবনকে বিদ্রুপাত্মক ভাবে তুলে ধরা হয়েছে নাটকে।

এর বিষয়বস্তু সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, এক বৃত্ত থেকে আরেক বৃত্ত, ক্ষুদ্র থেকে বৃহৎ, পৌনঃপুনিক কুশলী নান আয়োজন। কেন্দ্রাভিমুখ সেই লক্ষ্য- ক্ষমতা, লোভ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, যুদ্ধ, হত্যা, ধর্ষন, লুট, বাস্তুচ্যূতি, দূর্ভিক্ষ, বৈষম্য, বিচ্ছিন্নতা, বিভ্রান্তি, বিষন্নতা এমন শত অনুষঙ্গ পৃথিবীকে করে তুলেছে নরককূপ। এবং যে কূপে জল নেই, সেখানে মৃত্যুও নেই। সাধারণের দুঃসহ এই যাতনার বিদ্রুপাত্মক উপস্থাপন বুদেরামের কূপে পড়া।

উল্লেখ্য, প্রথমবারের মতো মঞ্চায়িত হবে নাটকটি। এটি নাট্যদলের চল্লিশ বছরের ইতিহাসে তেষট্টিতম প্রযোজনা।

Bootstrap Image Preview