Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাভারে মহান বিজয় দিবসে ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত

এনায়েত উল্লাহ কৌশিক, গণবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৫ PM
আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৫ PM

bdmorning Image Preview


মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের স্মরণে ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ডা. এড্রিক বেকার ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে সাভারের জাতীয় স্মৃতিসৌধের সন্নিকটে পল্লীবিদ্যুৎ এলাকায় স্বল্পমূল্যে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস নির্ণয়, ওজন নির্ণয়, বিএমআই নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে।

১৬ ডিসেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।

সংগঠনটির কুষ্টিয়া শাখার প্রধান উপদেষ্টা মোঃ সিয়াম হুসাইন চাঁদ বলেন, মানব কল্যাণে আমরা সব সময় কাজ করি, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ আমাদের এই আয়োজন।

অাজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সভাপতি অরুপ সরকার, রিয়াজুল ইসলাম, কাওসারা পপি, মরিয়ম অাক্তার পৃথী, রুওয়াইদা জাহাঙ্গীর, আজিম, মোঃ শরিফুল ইসলাম শাফি, মিনহাজ উদ্দিন।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিয়াম হোসাইন চাঁদ।

উল্লেখ্য সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Bootstrap Image Preview