Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেরোবিতে নানা আয়োজনে বিজয় দিবস পালিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৫০ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৫০ PM

bdmorning Image Preview


বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।

রবিবার (১৬ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী স্বাধীনতা স্মারকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

দিবসের মূল অনুষ্ঠান শুরু হয় সকাল সোয়া ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে। এরপর শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবার অংশগ্রহণ করে।

শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে মডার্ণ মোড়ে অবস্থিত ‘অর্জন’-এ পুষ্পার্ঘ অর্পণ করে ক্যাম্পাসে ফিরে আসে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, শিক্ষকদের সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ, নীল দল, বাংলাদেশ ছাত্রলীগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিসহ (বেরোবিসাস) বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী স্বাধীনতা স্মারক-এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এরপর বিশ্ববিদ্যালয় খেলার মাঠে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের অংশগ্রহণে ক্রীড়া এবং ক্যাফেটেরিয়ায় শিশুদের জন্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দিবসের শেষ আয়োজনে বিকালে বিশ্ববিদ্যালয় মাঠে আলোচনা সভা ছাড়াও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু দুপুরের পর মহান বিজয় দিবস-২০১৮ আয়োজক কমিটির আহ্বায়ক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলামের পিতার মৃত্যুতে বিকালের নির্ধারিত কর্মসূচি বাদ দেয়া হয়।

Bootstrap Image Preview