Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিজয় দিবসে যবিপ্রবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৪:৪২ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৪:৪২ PM

bdmorning Image Preview


যথাযোগ্য মর্যাদায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ রবিবার যশোর শহরের মণিহারের সামনের বিজয় স্তম্ভে ও বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শাখা ছাত্রলীগ।

শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস, শেখ হাসিনা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিন, শহীদ মসিয়ূর রহমান হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা ও নাজমুস সাকিব, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী এবং শাখা ছাত্রলীগের বিভিন্ন বিভাগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

এছাড়াও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, বিশ্ববিদ্যালয় সাংবাদি কসমিতি, প্রক্টরিয়াল বডিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করে।

এছাড়া  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) পক্ষ থেকে যশোর শহরের মণিহারের সামনের বিজয় স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়।  শ্রদ্ধাঞ্জলি প্রদানকালে উপস্থিত ছিলেন যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রাসেল আহমেদ ও সাধারণ সম্পাদক মোসাব্বির হোসাইনসহ যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষ্ণ বালা, অর্থ সম্পাদক নাজমুল হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকাশ আহমেদ, কার্যনির্বাহী সদস্য ফয়সাল আহমেদ ইমন, আক্তার হোসেন, রাশেদ খান, জুবায়ের রণি প্রমুখ।

Bootstrap Image Preview