Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সারাদেশে বিজয় দিবসের শ্রদ্ধা জানালো বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০২:০৯ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০২:১০ PM

bdmorning Image Preview


পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্ব প্রকাশের দিন আজ ১৬ ডিসেম্বর। পরাধীনতার শৃঙ্খল থেকে মাতৃভূমিকে মুক্ত করতে প্রাণ উৎসর্গ করা যুদ্ধজয়ের আনন্দ অতুলনীয়। ৪৭ বছর আগে এই দিনে বর্বর পাকিস্তানি বাহিনী হাতের অস্ত্র ফেলে মাথা নিচু করে দাঁড়িয়েছিল বিজয়ী বাঙালির সামনে। তাদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধসহ সারাদেশের শহীদ বেধিতে কোটা সংস্কার চাই আন্দোলনের শিক্ষার্থীরা গিয়েছে।

আজ মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ (কোটা সংস্কার চাই আন্দোলন) এর কেন্দ্রীয় কমিটি। ১৬ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টার সময় শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সদস্যরা। কোটা সংস্কার চাই আন্দোলনের যুগ্ম-আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন এর নেতৃত্বে কোটা সংস্কার চাই আন্দোলনের একদল ছাত্রনেতা সকাল ৮ টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাভারের উদ্দেশ্যে রওয়ানা দেন। এছাড়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এর রংপুর, নোয়াখালী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, খুলনা, রাজশাহী বিভাগীয় কমিটির পক্ষ থেকে  মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়।

কোটা সংস্কার চাই আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ‍যুগ্ম-আহবায়ক নুরুল হক নুরু বিডিমর্নিংকে বলেন, আমরা সারাদেশে শহীদদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করেছি।

যুগ্ম-আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন বিডিমর্নিংকে বলেন, বাংলার ছাত্রসমাজ সব সময় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রতি সবোর্চ্চ সম্মান প্রদর্শন করেছে এবং ভবিষ্যতেও করবে বলে আমরা বিশ্বাস করি।  ছাত্রদের অধিকার আদায়ে আমাদের যে সংগ্রাম এই বাংলাদেশ এখন পর্যন্ত দেখেছে, সেই সংগ্রাম এদেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কাজ করবে ভবিষ্যতে। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত এই তরুণ সমাজ একটি  বৈষম্যমুক্ত বাংলাদেশ চায়।

যুগ্ম-আহবায়ক লুৎফুন্নাহার লুমা বিডিমর্নিংকে বলেন, এই দিনটির জন্যে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লক্ষ প্রাণ দিলো বাংলার দামাল সন্তানরা। তাঁরা যে আদর্শ বুকে ধারণ করে এই বাংলাকে স্বাধীন করেছেন, আজ আমরা সেই আদর্শ যেকোন মূল্যে রক্ষা করবো। একটি মানবিক বাংলাদেশের জন্যে প্রয়োজনে একাত্তরের শহীদদের মতো জীবন উৎসর্গ করবো।

ফুলে ফুলে ভরে উঠেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হচ্ছে। সারা দেশের মানুষের পাশাপাশি পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিরা আজ মহান বিজয় দিবসে আনন্দে মেতে উঠেছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধ সর্বস্তরের মানুষের জন্য আজ উন্মুক্ত ছিল। শ্রদ্ধা-ভালোবাসা নিয়ে শহীদদের উদ্দেশে পুষ্পাঞ্জলি নিবেদন করছে লাখো মানুষ। বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন আজ।

১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে শত্রুদের মোকাবিলা করার জন্য যার কাছে যা আছে, তা নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে বলেন বঙ্গবন্ধু। শুরু হয়ে যায় স্বাধীনতা যুদ্ধ। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র নিরপরাধ ঘুমন্ত বাঙালির ওপর। বর্বর হত্যাযজ্ঞে মেতে উঠেছিল তারা। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি থেকে সেই রাতেই তারা বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।

দীর্ঘ নয় মাস সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের। লাল-সবুজ পতাকা ঊর্ধ্বে তুলে ধরে বিজয়ী বাঙালি। সেই পতাকা উঁচিয়ে প্রগতির পথে চলেছে বাঙালির অভিযাত্রা।

Bootstrap Image Preview