Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবিতে 'হাল্ট প্রাইজ'র' ফাইনাল অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৬:২৮ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৬:২৮ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ড’র ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের আই.আই.সি.টি ভবনের গ্যালারি-১ এ ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয়েছে  ‘টিম প্রত্যয়’ চ্যাম্পিয়ন দল আগামী বছরের প্রথমদিকে সাউথ এশিয়ার বিভিন্ন টিমের সাথে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

টিম প্রত্যয় দলের সদস্যরা হলেন, মো জোবায়ের হোসেন, তন্ময় কৃষ্ণ দাশ, নাঈম এহতেশাম, মো. আশরাফুল রহমান রিফাত। দলটির সদস্যরা সবাই শাবির সিএসই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তারা তাদের প্লাষ্টিক বোতলকে ‘রিসাইকেল’ করে ভিন্নধর্মী বিভিন্ন পণ্য প্রস্তুতের আইডিয়া ও উপায় প্রদান করে তারা চ্যাম্পিয়ন হন।

ফাইনালে সেমিফাইনাল হতে বাছাইকৃত ৬টি দল তাদের আইডিয়া উপস্থাপন করে। দলগুলো হলো-টিম সাস্টেইন্ড, টিম প্রত্যয়, বিজনেস গিকস, টিম ক্যাম্পাস, টিম ডোপামাইন ও সাস্ট টাইটানস। এতে টিম প্রত্যয়কে চ্যাম্পিয়ন, টিম ডোপামাইন ও টিম ক্যাম্পাসকে ২য় ও ৩য় হিসেবে ষোষণা করা হয়।

এসময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শাবি সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তী, মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো জিয়াউল ইসলাম টিটু ও ওয়ার্ল্ড হ্যাপীনেস এন্ড পিচ ফাউন্ডেশনের কো-ফাউন্ডার চৌধুরী কায়সার মোহাম্মদ রিয়াদ।

পরে ‘হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ড’ এর ক্যাম্পাস ডিরেক্টর মো শামসুল হক সাদী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। এসময় শামসুল হক সাদী তার বক্তব্যে বলেন, আমাদের এই প্রতিযোগিতার উদ্দেশ্য হলো শাবি শিক্ষার্থীদের মধ্য হতে সোশ্যাল ইন্টারপ্রেনর’ ও তাদের বিজনেস আউডিয়া বের করে নিয়ে আসা। আমরা আমাদের আশানুরুপ অনেক আইডিয়া পেয়েছি যেখানে তারা তাদের সোশ্যাল বিজনেস আইডিয়া উপস্থাপন করে। এসময় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

 উল্লেখ্য, হাল্ট প্রাইজ এট সাস্ট গত ১লা ডিসেম্বর ওয়ার্কসপ ও ইনফো শেসন দিয়ে শুরু হয়। এদিকে আইডিয়া সাবমিশনের মধ্য থেকে ১৭টি টিম নিয়ে গত ৮ ডিসেম্বর সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

Bootstrap Image Preview