Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পৃথিবী নিয়ে ৪ ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী অন্ধ নারীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ১২:৩৫ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ১২:৩৬ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


নানা ভবিষ্যদ্বাণী করে বিশ্ববাসীকে নাড়িয়ে দেয়া এক রহস্যময়ী নারীর নাম বাবা ভ্যাঙ্গা। ‘বলকানের নস্ত্রাদামুস’ নামে পরিচিত এই মরমি নারীর আসল নাম ভ্যাঙ্গেলিয়া পান্ডেভা দিমিত্রোভা। একাধিকার পৃথিবী ধ্বংসের তারিখ ঘোষণা করে আলোচনায় আসা এই নারীকে নিয়ে কৌতূহলের শেষ নেই।

১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেও তার ভবিষ্যদ্বাণী থেকে গেছে। ফলে এ নিয়ে থেকে থেকে উদ্বেগের ঝড় ওঠে মানুষের মনে। ৩০৩৫ সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ নির্ধারণ করেছেন বিশ্বের আলোচিত এ নারী। যে কারণে আগামী ১ হাজার বছর তিনি হয়তো মানুষের মাঝে বেঁচে থাকবেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’ এ প্রকাশিত এক প্রতিবেদনে আলোচিত হয়েছে বাবা ভ্যাঙ্গার ২০১৯ সাল সম্পর্কে বেশ কিছু ভবিষ্যদ্বাণী করে। এর মধ্যে কিছু ভবিষ্যদ্বাণী বেশ আতঙ্কজনক। এক নজরে দেখে নিন সেগুলো...

• ২০১৯ সালে এক মহাসুনামির সম্ভাবনার কথা বলে গেছেন বাবা ভ্যাঙ্গা। ২০০৪ সালের সুনামির মতোই ভয়াবহ রূপ নিতে পারে সেটি।

• এই বছর রাশিয়ায় এক বিরাট উল্কাপতনের কথাও বলে গেছেন তিনি।

• যুক্তরাষ্ট্র সম্পর্কে অন্ধ এই নারী জানিয়েছিলেন, এই বছর মার্কিন প্রেসিডেন্ট খুবই অসুস্থ হয়ে পড়বেন। এই অসুখ মস্তিষ্কের এক রহস্যময় রোগ।

• ২০১৯ সালটি রাশিয়ার উত্থানের বছর বলে তিনি চিহ্নিত করেছিলেন। এই বছরই বিশ্ব রাজনীতিতে রাশিয়া এক গুরুত্বপূর্ণ স্থানে উঠে আসতে পারে।

বাবা ভ্যাঙ্গার করে যাওয়া ভবিষ্যদ্বাণীগুলোর মধ্যে টুইন টাওয়ারে জঙ্গি সংগঠন আইএসআইএস-এর হানার কথা অক্ষরে অক্ষরে ফলে গেছে বলে দাবি করেন বিশ্বাসীরা। এখন দেখার বিষয় ২০১৯ সাল সম্পর্কে তার এই সব ভবিষ্যদ্বাণী কতটা মিলে যায়।

Bootstrap Image Preview