Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরিয়ায় নতুন সামরিক ঘাঁটি তৈরি করছে যুক্তরাষ্ট্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ১১:২৩ AM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ১১:২৩ AM

bdmorning Image Preview


সিরিয়ার রাকা প্রদেশের তেল আবিব শহরের অদূরে দু’টি নতুন সামরিক ঘাঁটি নির্মাণ করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে সিরিয়ার কুর্দি অধ্যুষিত অঞ্চলে মার্কিন ঘাঁটির সংখ্যা দাঁড়ালো ২১। গত ১৭ দিনে সেখানে তিনটি ঘাঁটি নির্মাণ করেছে মার্কিন বাহিনী।

এর আগে গত ২৭ নভেম্বর সিরিয়ার তুর্কি সীমান্তের অদূরে একটি সামরিক ঘাঁটি নির্মাণ করা হয়। ঘাঁটি নির্মাণের পরপরই তাড়াহুড়ো করে সেখানে উন্নত সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়।

তুর্কি বাহিনী সিরিয়ায় নতুন করে অভিযান শুরু করতে পারে বলে যখন আশঙ্কা করা হচ্ছে ঠিক তখনি মার্কিন ঘাঁটি নির্মাণের খবর এলো।

উল্লেখ্য, সিরিয়া সরকারের কোনো অনুমতি না নিয়েই সেদেশে সেনা মোতায়েন করেছে এবং সেখানে নিয়মিত মানুষ হত্যা করছে যুক্তরাষ্ট্র- এমন অভিযোগ উঠতে শুরু করেছে। আইএস জঙ্গি দমনের কথা বলে সেদেশে ঢুকলেও কার্যত সেদেশে তৎপর সন্ত্রাসীদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। এই অভিযোগও উঠছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে।

Bootstrap Image Preview