Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাককানইবিতে শিক্ষক সমিতি নির্বাচনে আ’লীগপন্থীর জয়

জাককানইবি
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৩:০৪ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৩:০৪ PM

bdmorning Image Preview


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শিক্ষক সমিতি ২০১৯ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সবকটি পদে নিরঙ্কুশ জয় লাভ করেছে আওয়ামীপন্থি শিক্ষকদের বঙ্গবন্ধু-নীল দল। 

গতকাল বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকাকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রফিকুল আমিন নির্বাচিত হয়েছেন।

আওয়ামীপন্থী শিক্ষকদের (বঙ্গবন্ধু-নীলদল) প্যানেল থেকে সহ-সভাপতি পদে চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এমদাদুর রাশেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জী, সাংগঠনিক সম্পাদক সহযোগী অধ্যাপক মো. শেখ সুজন আলী, কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক মো. মাসুদ চৌধুরী, সদস্য আলভী রিয়াসাত মালিক, সহযোগী অধ্যাপক ড. তুষার কান্তি সাহা, সহকারী অধ্যাপক আজিজুর রহমান, প্রভাষক মো. রাকিবুল ইসলাম, প্রভাষক আসিফ ইকবাল, সহকারী অধ্যাপক রোবাইয়া শাহরিন, সহকারী অধ্যাপক বিজয় কুমার কর্মকার, সহকারী অধ্যাপক অমিতা দাস, প্রভাষক,মাজহারুল হোসেন তোকদার, কল্যানাংশু নাহা।যেখানে মোট ভোটার সংখ্যা ছিলো ১৫৬ জন। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার প্রফেসর ড. বিজয় ভূষন দাস।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ১৬ টি পদের বিপরীতে আওয়ামী পন্থী শিক্ষক সংগঠন বঙ্গবন্ধু-নীল দল ও বিএনপি পন্থী সংগঠন শিক্ষক সাদা দল অংশ নেয়। এতে ১৬টি পদেই বিজয়ী হয় আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন। 

Bootstrap Image Preview