Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমেরিকাকে কপট আচরণ ও প্রলাপ বন্ধ করতে হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ১২:০৭ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ১২:০৭ PM

bdmorning Image Preview


ইরান সম্পর্কে আমেরিকার ‘কপট’ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক তৎপরতা সম্পর্কে আমেরিকা ও তার মিত্রদেরকে ‘ভণ্ডামিপূর্ণ’ প্রলাপ বন্ধ করতে হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার বার্তায় আরো লিখেছেন, ইরান নয় বরং মধ্যপ্রাচ্যের সব দুর্দশার জন্য আমেরিকা ও তার মিত্ররা দায়ী। তারাই সাদ্দাম থেকে শুরু করে দায়েশ বা আইএস পর্যন্ত সব জালেম শাসক ও সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি এক বক্তব্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সহিংসতার জন্য ইরানকে দায়ী করে বলেছেন, ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করার পর দেশটি তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করেছে।

এর প্রতিক্রিয়ায় জারিফ তার টুইটার বার্তায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সামরিক ব্যয়ের হিসাব তুলে ধরেন। তিনি বলেন, শুধুমাত্র ইয়েমেনের নিরীহ জনগণকে হত্যা করার লক্ষ্যে সৌদি আরব আমেরিকার কাছ থেকে ১১ হাজার কোটি ডলারের অস্ত্র কিনছে।

একটি আন্তর্জাতিক জরিপ সংস্থার প্রতিবেদেনর উদ্ধৃতি দিয়ে জারিফ লিখেছেন, ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ের মধ্যে সৌদি আরবের মোট সমরাস্ত্র আমদানির শতকরা ৬১ ভাগ আনা হয়েছে আমেরিকা থেকে। সৌদি আরবের বাকি সমরাস্ত্রের যোগান দিয়েছে ফ্রান্স ও ব্রিটেন।

Bootstrap Image Preview