Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরান সম্পর্কে ইসরাইলের কুস্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না: তেহরান

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:২৬ AM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:২৭ AM

bdmorning Image Preview


ইরান সম্পর্কে ইসরাইলের কুস্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না বলে দাবি করেছে তেহরান। ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর এ ‘ধৃষ্টতাপূর্ণ ও লজ্জাকর’ উক্তি একটি বৃহৎ দেশের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের হুমকি হিসেবে গ্রহণ করেছে তেহরান এবং আন্তর্জাতিক সংস্থাগুলোতে এ ব্যাপারে অবশ্যই অভিযোগ জানানো হবে বলে তেহরানের প্রধানমন্ত্রী জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, তার দেশের সামরিক সক্ষমতা এতটা শক্তিশালী যে, তা দিয়ে নেতানিয়াহুর মতো ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের চিরতরে নিস্তব্ধ করে দেয়া সম্ভব। তিনি বলেন, আগ্রাসন ও দখলদারিত্বের মাধ্যমে যে অবৈধ রাষ্ট্রের জন্ম হয়েছে তার পক্ষেই কেবল এ ধরনের আগ্রাসী প্রলাপ শোভা পায়।

মধ্যপ্রাচ্যে চলমান সব ধরনের যুদ্ধ, সহিংসতা ও অস্থিতিশীলতার জন্য ইহুদিবাদী ইসরাইলকে দায়ী করে কাসেমি বলেন, ইরান এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করছে।

Bootstrap Image Preview