Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লেবাননের বিরুদ্ধে নতুন করে সামরিক আগ্রাসন চালাচ্ছে ইসরাইল: হারিরি

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:১৫ AM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:১৫ AM

bdmorning Image Preview


লেবাননের নির্বাচিত-প্রধানমন্ত্রী সা’দ হারিরি বলেছেন, তার দেশের বিরুদ্ধে নতুন করে সামরিক আগ্রাসন চালালে ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্ব বিপন্ন হবে।

তিনি লেবাননের ওপর ইসরাইলি আগ্রাসনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এর আগের আগ্রাসনগুলোতে তেল আবিবের কোনো অর্জন ছিল না। তিনি প্রশ্ন করেন, ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কি দুর্বল হয়েছে?

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-প্রধান শেখ নাঈম কাসেম তার দেশে আগ্রাসন চালানোর ব্যাপারে তেল আবিবকে সতর্ক করে দেয়ার পর সা’দ হারিরি এ বক্তব্য দিলেন।

সা’দ হারিরি তার বক্তব্যের অন্য অংশে ইরানের বিরুদ্ধে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার পরিণতির ব্যাপারে ওয়াশিংটনকে সতর্ক করে দেন। তিনি বলেন, নিষেধাজ্ঞার ফলে লেবাননের সঙ্গে ইরানের বাণিজ্যিক লেনদেন কমে গেছে এবং এ পরিস্থিতি চলতে থাকলে এই নিষেধাজ্ঞা গোটা মধ্যপ্রাচ্যের ওপর  নেতিবাচক প্রভাব ফেলবে।

Bootstrap Image Preview