Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার ছবি ‘তুই শুধু আমার’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৫:১১ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৫:১১ PM

bdmorning Image Preview


দুই বাংলার যৌথ পরিচালনায় নির্মাণ করা হয়েছে সিনেমা ‘তুই শুধু আমার’। ছবিটি আগামীকাল শুক্রবার বাংলাদেশে মুক্তি দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন।

অনন্য মামুন বলেন, ‘চলতি সপ্তাহে সেন্সর পেয়েছে ছবিটি। এখন আর মুক্তিতে কোন বাধা নেই। সিনেমাটি গত অক্টোবর মাসে কলকাতায় মুক্তি দেওয়া হয়েছে। এরপর সেখানকার টেলিভিশন চ্যানেল কালার্স বাংলার সঙ্গে চুক্তি করে এই সিনেমাটি তিন মাসের মধ্যে টেলিভিশনে প্রিমিয়ার করার জন্য। মূলত বাংলাদেশে ঐ টিভি চ্যানেলটি দর্শকেরা দেখেন।’

সিনেমাটি মুক্তির সময় বাংলাদেশে পরিবেশনা করবেন অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। দেশের মোট ১৭ টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। তার মধ্যে রয়েছে ঢাকার মধুমিতা, সনি, বিজিবি, সৈনিক ক্লাব, গীতসহ আরও কিছু হল।এ বিষয়ে নির্মাতা বলেন, ‘আজকের মধ্যে আরও কিছু হলের সংখ্যা বাড়তে পারে। তবে এখন কম হলেও সমস্যা নেই দরকার হলে মুক্তির পর আবার বাড়াবো।’

এই ছবিটি মূলত ঈদে মুক্তি পাবার কথা ছিল বাংলাদেশে। কিন্তু শেষ পর্যন্ত সেন্সর প্রিভিউ কমিটির আপত্তিতে আটকে যায়। অবশেষে সব বাধা কাটিয়ে শুক্রবার (১৪ ডিসেম্বর) মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

ঢাকার অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার এসকে মুভিজ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন। সিনেমাটিতে অভিনয় করেছেন কলকাতার দুই অভিনেতা সোহম ও ওম এবং বাংলাদেশ থেকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। এখানে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, শাহেদ আলী, আমান রেজা, রেবেকা প্রমূখ। ২০১৭ সালের ৩ জুনে লন্ডনে ছবিটির শুটিং শুরু করা হয়। এরপর সিনেমাটির বাকি অংশের কাজ সম্পন্ন করা হয় কলকাতায়।

Bootstrap Image Preview