Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

`ইরানে গৃহযুদ্ধ লাগাতে চায় যুক্তরাষ্ট্র’

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৩:০০ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৩:০০ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ইরানে একটি গৃহযুদ্ধ লাগিয়ে দিতে চায় যুক্তরাষ্ট্র ।এ জন্য সব ইরানিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামিনেই।

বুধবার ইরানের স্থানীয় পত্রিকার বরাতে আনাদোলু সংবাদ সংস্থা এমন তথ্য জানিয়েছে।

১৯৮০ থেকে ১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধ এবং ২০১১ সাল থেকে সিরিয়ায় নিহত ইরানি সেনা সদস্যদের পরিবারকে উদ্দেশ্য করে দেয়া এ ভাষণে তিনি বলেন, অর্থনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে নিষেধাজ্ঞা আরোপ করে ইরানে বিভাজন তৈরি করে গৃহযুদ্ধ লাগিয়ে দিতে চায় যুক্তরাষ্ট্র।

এমন পরিকল্পনা নিয়েই যুক্তরাষ্ট্র এগোচ্ছে বলে এ সময় তিনি মন্তব্য করেন।

২০১৫ সালে ইরানের সঙ্গে বহুদেশীয় পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহারের পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে।

ইতিমধ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র দুই দফায় নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছে।

Bootstrap Image Preview