Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোম দূতাবাসে বিজয় দিবসে কর্মসূচি চলবে দুইদিন

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০২:০৬ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০২:০৬ PM

bdmorning Image Preview


রোম বাংলাদেশ দূতাবাস এর উদ্যোগে প্রবাসে বেড়ে উঠা শিশু-কিশোরদের মাঝে স্বাধীনতার মূল্যবোধ তুলে ধরতে দুইদিনের কর্মসূচি হিসেবে ১৬ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন এবং বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শিশুদের জন্য চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা দূতাবাস কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

১৭ ডিসেম্বর সান গাসপারে একটি থিয়েটারে বিজয় দিবসের তাৎপর্যবিষয়ক আলোচনা এবং পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। রোম দূতাবাসের প্যাডে এসব কর্মসূচী পালনের লক্ষে উদ্যোগ গ্রহণ করে প্রবাসী বাংলাদেশিদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।

অন্যদিকে অভিবাসীর অধিকার বিষয়ক আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৮ উপলক্ষে এক মতবিনিময়সভার আয়োজন করা হয়েছে রোম দূতাবাস কার্যালয়ে।

Bootstrap Image Preview