Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আধুনিক হচ্ছে এফডিসির মসজিদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০১:২৩ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০১:২৩ PM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


২ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে বিএফডিসির ঝর্ণা স্পটের পাশে অবস্থিত একমাত্র মসজিদটি নতুনভাবে নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। থার্মেক্স গ্রুপ এবং মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা মসজিদটিকে আধুনিক সুসজ্জিত করার জন্য সহযোগিতা করছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফারুক, এফডিসির এমডি আমির হোসেন, ওমর সানি, জায়েদ খান, বাপ্পী চৌধুরী, সাইমন সাদিক, জয় চৌধুরী, সনি রহমান, চিত্রপরিচালক মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকনসহ অনেকে।

এ সময় ফারুক বলেন,‘বাইরের মানুষ মনে করেন,চলচ্চিত্রের মানুষজন ধর্মভীরু নয়। কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা। চলচ্চিত্রের মানুষ আল্লাহকে বেশি ডাকে। ধর্ম পালনে সচেতন থাকে। আবদুল কাদির এফডিসির মসজিদটি পুনঃনির্মাণে যে অর্থ দিয়েছেন,সেজন্য চলচ্চিত্রের শিল্পীরা সারাজীবন তার কাছে ঋণী হয়ে থাকবে।’

মসজিদটি আধুনিকভাবে নির্মাণের জন্য যিনি শুরু থেকে কাজ করে যাচ্ছেন ও মোল্লা ফাউন্ডেশনের কাছে মসজিদ নির্মাণের জন্য প্রস্তাব দিয়েছিলেন তিনি হলেন সনি রহমান।

সনি রহমান এই প্রসঙ্গে বলেন,‘আধুনিক সব সুবিধা নিয়ে নির্মিত হবে এই মসজিদটি। আশা করি, ২০১৯ সালের মধ্যেই এর নির্মাণ কাজ শেষ হবে। কাদির মোল্লা এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালল, কৃষি বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে শতাধিক মসজিদ নির্মাণ করেছেন।’

 

Bootstrap Image Preview