Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২০% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা ‘ধাপ্পাবাজি’ নয়: সালেহি

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ১২:০৫ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ১২:০৫ PM

bdmorning Image Preview


পরমাণু সমঝোতা ব্যর্থ হলে ২০ শতাংশ হারে ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে হুমকি তার দেশ দিয়েছে তা বাস্তবায়ন করার ক্ষমতা তেহরানের রয়েছে। ইরানে একদিনের জন্যও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হয়নি এবং সর্বোচ্চ ৩০০ কেজি’র যে মাত্রা নির্ধারিত রয়েছে তা থেকেও বেরিয়ে আসা তেহরানের জন্য কঠিন কোনো ব্যাপার নয় বলে মন্তব্য করেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি।

তিনি বুধবার কোম নগরীর কাছে ‘ফোরদো’ পরমাণু স্থাপনা পরিদর্শন করতে গিয়ে এ মন্তব্য করেন। সালেহি বলেন, ইরানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে। তিনি আরো বলেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ভিত্তিতে ইরানের পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা এসেছিল ঠিকই কিন্তু এ কর্মসূচি কখনও বন্ধ হয়নি।

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন, ফোরদো স্থাপনায় এই মুহূর্তে এক হাজার ৪৪টি সেন্ট্রিফিউজ রয়েছে যা দিয়ে যেকোনো সময় ইচ্ছা করা মাত্র শতকরা ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা সম্ভব হবে।

গত মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে মার্কিন সরকার তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। তবে ইউরোপের পাশাপাশি চীন ও রাশিয়া আমেরিকাকে ছাড়াই ওই সমঝোতা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু ছয় মাসের বেশি সময় পার হয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।

Bootstrap Image Preview