Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিখোঁজের ৬ দিন পর বাংলাদেশি প্রবাসীর লাশ উদ্ধার

এস.আই.রনি, দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০১:৪৭ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০১:৪৭ PM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী ব্যবসায়ী সাইদুল ইসলাম(৩০) নামে এক প্রবাসী নিখোঁজ হওয়ার ৬ দিন পর পুলিশের সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়েছ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে ইষ্টার্ণ ক্যাপ প্রভিন্সের পোর্ট এলিজাবেথ সংলগ্ন জনসন বিলি থেকে সাইদুলের লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, গত ৪ ডিসেম্বর রাত দশটার দিকে দক্ষিণ আফ্রিকার নর্দান ক্যাপের দিয়ার নামক শহর থেকে নিখোঁজ হয় সাইদুল ইসলাম।জানা গিয়েছে বন্ধু সালাহ উদ্দিন ও আবদুল মাজেদ সহ কম দামে দোকানের জন্য সিগারেট ক্রয়ের আশায়  প্রায় তিনশত কিঃমিঃ দুরে ভিক্টোরিয়া ওয়েস্ট নামক শহরের উদ্দেশ্য বের হন। এসময় সাইদুল ইসলামের সাথে নগদ দুই লক্ষ আটান্ন হাজারো সাউথ আফ্রিকান মুদ্রা ছিলো।এর পর থেকে গত পাঁচ দিন তার কোনো হদিস পাওয়া যাচ্ছিলো না।

অবশেষে গতকাল সোমবার বিকেলে ৬ দিন পরে পুলিশের সহযোগিতায় ইষ্টার্ণ ক্যাপ প্রভিন্সের পোর্ট এলিজাবেথ সংলগ্ন জনসন বিলি থেকে সাইদুলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, সালাহ উদ্দিন ও আব্দুল মাজেদ। দু'জনেরই বাড়ি সিলেটের গোপালগঞ্জ থানায়।

উল্লেখ্য, সাইদুল ইসলাম সাউথ আফ্রিকায় প্রায় পাঁচ বছর ধরে বসবাস করে আসছিলেন। তার দেশের বাড়ি সিলেট পীরের চক থানার খাদিম পাড়া ইউনিয়নে। তার পিতার নাম মৃত শুক্কুর আলী।

Bootstrap Image Preview