Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পেশাগত দায়িত্ব পালনে পুলিশি বাঁধার নিন্দা রাবি প্রেসক্লাবের

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৯:০৮ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৯:০৮ PM

bdmorning Image Preview


পেশাগত দায়িত্ব পালনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে পুলিশি বাঁধা ও দুর্ব্যবহারের ঘটনার নিন্দা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

আজ শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তুষার ও সাধারণ সম্পাদক মানিক রাইহান বাপ্পী এক বিবৃতিতে প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের বাঁধা ও দূর্ব্যবহার সাংবাদিকদের মর্মাহত করে। তাদের থেকে এমন অশোভনীয় আচরণ কাম্য নয়।’

প্রসঙ্গত, শুক্রবার রাত সাড়ে ১১ টায় আল আরমান হৃদয় নামের এক ভর্তিচ্ছুর থেকে একাডেমিক সনদপত্র জিম্মি রেখে চাঁদা আদায়ের অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সামাজিক বিজ্ঞান অনুষদের সাধারণ সম্পাদক শফিউর রহমান রাথিক ও যুগ্ম সম্পাদক জসীমউদ্দীন রাহুলের বিরুদ্ধে। পরে রাত সাড়ে ১২ টায় ছাত্রলীগের সহ-সভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্ত ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু মিমাংসা করতে আসেন। কিন্তু বিষয়টি জানাজানি হলে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বৃত্ত ও মিশু হৃদয়কে সনদপত্র ফেরত দিতে ডাকেন। পরে ১ টার দিকে মতিহার থানা পুলিশ সেখানে আসেন। এসময় হৃদয় সাংবাদিকদের সাথে কথা বলতে গেলে সাংবাদিকদের সাথে মতিহার থানার ওসি (তদন্ত) মাহবুব আলম ও ছাত্রলীগ নেতারা অশোভন আচরণ করেন এবং তাদের সেখান থেকে জোরপূর্বক বের করে দেন।

Bootstrap Image Preview