Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইবিতে প্রগতিশীল শিক্ষকদের প্যানেল ঘোষণা

ইবি প্রতিনিধি
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৭ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৭ PM

bdmorning Image Preview


ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচন ২০১৯ এ জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ, মহান মুক্তিযুদ্ধ ও বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম প্যানেল ঘোষণা করেছে।

শনিবার (৮ ডিসেম্বর) এ প্যানেল ঘোষণা করা হয়েছে বলে শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন জানিয়েছেন।

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচন ২০১৯ আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হরে। এতে প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিনকে সভাপতি ও অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট প্যানেল ঘোষণা করেছে। প্যানেলে সহ-সভাপতি পদে  ইংরেজী বিভাগের প্রফেসর ড.এ.এইচ.এম আক্তারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ পদে ইংরেজী বিভাগের প্রফেসর ড. মো: মামুনুর রহমান নির্বাচন করবেন।

এছাড়াও সদস্য পদে নির্বাচন করবেন, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, প্রফেসর ড. মোহাঃ মেহের আলী, প্রফেসর ড. মোঃ মাহবুবুল আরফিন, প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, জনাব মোঃ মিজানুর রহমান, জয়শ্রী সেন।

প্রগতিশীল শিক্ষকদের নির্বাচনী ইশতেহারগুলো হলো, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল ক্ষেত্রে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিফলনের অঙ্গীকারবদ্ধ, শিক্ষকদের ন্যায্য দাবি দাওয়া আদায়ে সর্বদা সচেষ্ট থাকা, দ্রুততম সময়ে মানসম্মত সান্ধ্যাকালীন মাস্টার্স প্রোগ্রাম চালুর ব্যবস্থা করা, প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে শিক্ষকবৃন্দের অনার্জিত ইনক্রিমেন্টসহ কক্ষ ও প্রয়োজনীয় আসবাবপত্রের ব্যবস্থা নিশ্চিত করা, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতির বিষয়টি প্রাপ্তির তারিখ থেকে কার্যকর করার উদ্যোগ গ্রহণ, উচ্চশিক্ষা ও গবেষণাকর্ম উৎসাহিত করার লক্ষ্যে রিসার্চ ইনোভেশন ফান্ড গঠনের উদ্যোগ গ্রহণ, ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের পর্যাপ্ত আবাসন সুবিধা বৃদ্ধি করা, শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রদানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, সুপার নিউমারারি শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ গ্রহণ ও এমিরেটাস অধ্যাপক নিয়োগের নীতিমালা প্রণয়নের ব্যবস্থা করা, সকাল শিক্ষকদের বাড়ি তৈরি ও গাড়ি ক্রয়ের ঋণ সুবিধা নিশ্চিত করা, এটিএম বুথসহ শিক্ষকদের নিরাপদ ব্যাংকিং ও উন্নত তথ্য প্রযুক্তির সেবা নিশ্চিত করা, শিক্ষকদের যাতায়াতের জন্য পর্যাপ্ত ও মানসম্মত পরিবহন সুবিধা নিশ্চিত করা ও যেকোন পরিস্থিতিতে শিক্ষকবৃন্দের পরিবহন সুবিধা নির্বিঘ্নে করা, যুগোপযোগী নতুন বিভাগ ও অনুষদ চালু, শিক্ষকদের জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার /সিম্পোজিয়াম/কনফারেন্স এ অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সম্মানী/ভাতার ব্যবস্থা করা, অবসরোত্তর শিক্ষকদের বিভিন্ন ভাতাদি কর্তন রোধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ের ব্যবস্থা করা, ক্লাস পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ ও সেশনজট মুক্ত বিশ্ববিদ্যালয় উপহার দেওয়ার অঙ্গীকার।

শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. কামাল উদ্দিন বলেন, ‘শাপলা ফোরাম শিক্ষকদের মর্যাদা ও পেশাগত স্বার্থ-সংরক্ষন ছাড়াও মহান মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ সর্বোপরি মুক্তবুদ্ধিচর্চায় নিরন্তর সংগ্রামী ভূমিকা অব্যহত রেখেছে। তিারই ধারাবাহিকতায় জবাবদিহিমূলক, জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিবান্ধব ক্যাম্পাস বির্নিমাণে দল-মত নির্বিশেষে সকল শিক্ষকদের সমর্থন প্রত্যাশা করছি।

উল্লেখ্য, আগামী ১২ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন প্রফেসর ড. মোঃ সোলায়মান। সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে খোট গ্রহন অনুষ্ঠিত হবে। এবছর শিক্ষক সমিতির নির্বাচনে মোট ৪০৬ জন শিক্ষক তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন।

Bootstrap Image Preview