Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে গবিসাসের মোমবাতি প্রজ্বলন

ফায়জুন সিতু, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৮ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৮ PM

bdmorning Image Preview


দৈনিক খোলা কাগজ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলী ইউনুস হৃদয় এবং দৈনিক কালের কণ্ঠের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবুল বাশার এর ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কর্তব্যরত সাংবাদিকরা। এসময় তারা মুখে কালো কাপড় বেঁধে মোমবাতি প্রজ্বলন করে।

শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় সাভার জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) এর বর্তমান কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও বাংলাদেশ ক্যাম্পাস সাংবাদিক ফেডারেশনের আহবায়ক কমিটির সদস্য মোঃ রিফাত মেহেদী, সাধারণ সম্পাদক মুন্নি আক্তার সহ গবিসাসের অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

গবিসাস সভাপতি বলেন, যে সকল ক্যাম্পাসে সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে সে সকল ক্যাম্পাসের প্রশাসনিক কর্মকর্তাদের দায় এড়ানো আচরণ কোনভাবেই কাম্য নয়। দায়িত্ব প্রাপ্তরা যারা শিক্ষার্থীকে হামলার পরও কোন পদক্ষেপ নিচ্ছেন না, তারাও হামলাকারীদের সমান অপরাধী।

সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রনি খাঁ বলেন, প্রকাশ্যে সাংবাদিকের ওপর হামলা রীতিমতো ক্ষমতার অপব্যবহার। ছাত্রলীগের ক্ষমতার অপব্যবহার দিনদিন বেড়েই যাচ্ছে। সময়ের প্রয়োজনে কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে ছাত্রলীগের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে রোখে দাঁড়াতে হবে।

উল্লেখ্য, শনিবার(১ ডিসেম্বর) পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক আলী ইউনুস হৃদয়ের কোমড়ে সজোরে লাথি মারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাবিরুল জামিল সুস্ময়। এতে কোমড়ে গুরুতর আঘাত পান হৃদয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বঙ্গবন্ধু শেখ মুজিব হলের গেস্ট রুমে বুধবার (৫ ডিসেম্বর) রাত ১১ টার দিকে ছাত্রলীগের প্রথম ও দ্বিতীয় বর্ষের কর্মীদের মধ্যে দুই দফায় সংঘর্ষের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে মারধর করে ওই হলের ছাত্রলীগ কর্মীরা। গুরুতর আহত সাংবাদিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Bootstrap Image Preview