Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বর্ণাঢ্য আয়োজনে কুবিসাস’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৭:২৯ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৭:২৯ PM

bdmorning Image Preview


আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা এবং খেলাধুলাসহ নানা আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস) ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচি পালন করে সমিতির সদস্যরা।

সকাল সাড়ে নয়টায় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এরপর সকাল ১০টায় প্রশাসনিক ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বর্ষপূর্তির কেক কাটেন আলোচনা সভার প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় ও সমিতির সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সাংবাদিকতা ইচ্ছে করলেই শুরু করা যায় না। ভেতর থেকে আসতে হয়। অপমান, অপবাদ সহ্য করতে হয়। আর ক্যাম্পাস সাংবাদিকতায় সেটা বেশি পরিলক্ষিত হয়। এগুলোকে সামলিয়ে সামনের দিকে যারা এগোতে পারে তারাই সফল।

আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান, প্রকৌশল অনুষদের ডিন ড. সজল চন্দ্র মজুমদার, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান মাহবুবুল হক ভূঁইয়া এবং প্রভাষক মো. বেলাল হোসাইন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান এবং ফিরোজ আহমেদ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিল্লুর রহমান, আইন বিভাগের বিভাগীয় প্রধান রোকসানা আকতার, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুহাম্মাদ শফিউল্লাহ, শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিএনসিসির সিইউও মো. সোহান শেখ, ডিবেটিং সোসাইটির সভাপতি আদানান কবির সৈকত, সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

এদিকে বেলা ১২টায় অনুষ্ঠিত হয় অনলাইন মিডিয়া বনাম প্রিন্ট মিডিয়ার মধ্যকার প্রীতি ক্রিকেট ম্যাচ। এ ম্যাচে প্রিন্ট মিডিয়াকে ৫২ রানে পরাজিত করে অনলাইন মিডিয়া। এরপর সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বনাম সাংবাদিক সমিতির মধ্যকার প্রীতি ব্যাডমিন্টন ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় শিক্ষক সমিতি (২-১) সেটে জয়লাভ করে।
 

Bootstrap Image Preview