Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রংধনুর মানবতার দেয়াল উঠলো জাককানইবি'তে

নিহার সরকার, জাককানইবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৪:৫২ PM
আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৮, ০৪:৫২ PM

bdmorning Image Preview


সময়টা শীতকাল। এখন কেউ দামি ট্রাকসুট পড়ে চলে আর কেউবা ছেড়া, পাতলা পোষাক। অর্থের অভাবে এদের শীত, গ্রীষ্ম, বর্ষা কাটে একইভাবে। এই দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের পরিচালনায় সংগঠন রংধনু এর সদস্যরা গড়ে তুলেছে মানবতার দেয়াল।

বিশ্ববিদ্যালয় সংলগ্ন নজরুল এর স্মৃতি বিজড়িত বটতলার পাশে রংধনু সংগঠনটি গড়ে তুলে মানবতার দেয়াল । ইতোমধ্যে দেশের বিভিন্ন জায়গায় ব্যক্তিগত উদ্যোগে ও সংগঠনগুলো গড়ে তুলছে এই মানবতার দেয়াল। সহযোগিতার এই প্রক্রিয়াটি অল্প সময়ে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

মানবতার দেয়ালটি বিশ্ববিদ্যালয়ের বহিঃপার্শে বটতলা সংলগ্ন হওয়ায় এলাকার দরিদ্র মানুষরা প্রয়োজনীয় কাপড় সংগ্রহ করতে পারবে সহজে। দেয়ালটির কার্যক্রম শুরু করার পর অনেকেই নিজের অপ্রয়োজনীয় কাপড় রেখে যাচ্ছে এবং অনেকেই সেখান থেকে নিজের প্রয়োজনীয় কাপড় নিতে পাড়ছে।

সংগঠনটি এর আগেও কিছু ব্যতিক্রমি কাজ করে আলোচনায় এসেছে যার মধ্যে গ্রামের দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষরোপন, ফ্রী ব্লাড গ্রুপিং অন্যতম।

সংগঠনটির সভাপতি শাওন জুবায়েদ বলেন, আমরা স্বেচ্ছাশ্রমের মধ্য দিয়ে বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই। প্রাণ প্রকৃতির সাথে মিশে দেশটাকে ভালোবাসতে চাই।

সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শিমুল বলেন, মানবতার দেয়াল আমাদের সংগঠনের ধারাবাহিক কার্যক্রমের অংশ।বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের সহযোগিতা দেখে যেন অন্যেরাও এগিয়ে আসে অনুপ্রাণিত হয়ে এটাও আমাদের প্রত্যাশা। আর যেহেতু বিশ্ববিদ্যালয়টি গ্রাম বেষ্টিত তাই সেই কথা বিবেচনায় এনেই গ্রামের অনেকেই দারিদ্রতার সাথে লড়ছেন তাই এই পদ্ধতি অনুসরণ করেছি।

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর বলেন, শিক্ষার্থীদের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল ভালো কাজের পাশে থাকবে।

 

 

 

Bootstrap Image Preview