Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অসামাজিক কাজে বাধা দেয়ায় গার্ডকে মারধর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৫ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ১০:১৯ PM

bdmorning Image Preview


শাবি প্রতিনিধিঃ

অসামাজিক কাজে বাধা দেয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক গার্ডকে মারধর করেছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ হোসেন রনি।

প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গাজী কালু টিলায় এ মারধরের ঘটনা ঘটে।

এ দিকে মারধরের শিকার হওয়া গার্ড লিটন দেব জানান, মঙ্গলবার দুপুরে গাজী কালুটিলায় বসে দু'জন শিক্ষার্থী অসামাজিক কাজ করছিল। এ ঘটনা দেখে আমি তাদের আটক করে প্রক্টর অফিসে নিয়ে যেতে চাইলে তারা প্রক্টর অফিসে যেতে আপত্তি জানায়।

তিনি বলেন, এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা রনিকে ফোন দেয়। রনি ঘটনাস্থলে আসার পর আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি, গালিগালাজ করতে থাকে। আমি তাকে প্রক্টরের কথা বললে ‘তোর প্রক্টরের গুষ্টি মারি’ এ কথা বলে আমাকে চড়, কিল-ঘুষি মারতে থাকে।

তিনি বলেন, এ সময় আমি দৌড়ে প্রক্টর অফিসে গেলে প্রক্টর আমাকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

অভিযোগের বিষয়ে আসিফ হোসেন রনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা দুই জনের সাথে এই গার্ড অসৌজন্যমূলক আচরণ করায় আমি তাকে চড় মারি। ওই গার্ডের বিরদ্ধে বহিরাগতদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদ বলেন, আমরা এ বিষয়ে অবগত আছি। এরই মধ্যে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্তে ব্যক্তি দোষি প্রমাণিত হলে তার বিরুদ্ধে অব্যশই বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিবে।

Bootstrap Image Preview