Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে ছাত্রমৈত্রীর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৮:১৬ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ০৮:১৬ PM

bdmorning Image Preview


রাবি প্রতিনিধি:

বাংলাদেশ ছাত্রমৈত্রীর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রমৈত্রী।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রদীপ মার্ডি বলেন, বিপ্লবী ছাত্রমৈত্রী ছাত্র অধিকার আদায়ের পাশাপাশি দেশের শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে চায়। ফ্যাসিবাদ ও স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামোকে ভেঙ্গে জনগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের মধ্য দিয়ে জণগণের মুক্তি নিশ্চিতকল্পে ছাত্রমৈত্রীর সাথে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সাবেক ছাত্রমৈত্রীর সদস্য মৃতুঞ্জয় দাস বলেন, বর্তমানে ক্যাম্পাসে শান্ত পরিবেশ বিরাজ করছে। ছাত্রদেরকে ছাত্রমৈত্রীর সাথে যুক্ত হয়ে শ্রমজীবীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এর আগে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছন থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শেরে-ই-বাংলা ফজলুল হক হলে শহীদ রিমুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

বিপ্লবী ছাত্রমৈত্রীর রাবি শাখার সাধারণ সম্পাদক রনজু হাসানের সঞ্চালনায় এ সময় সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগরের বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি সৌমিক ডুমরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ফিদেল মনির, ছাত্র ইউনিয়নের সভাপতি এম.এ শাকিল, বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় আহ্বায়ক অভীক ফয়সাল, ছাত্র ফেডারেশনের রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মহব্বত হোসেন মিলন প্রমুখ।

Bootstrap Image Preview