Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিতর্কই যাদের নেশা

শাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ০২:০৮ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ০২:০৯ PM

bdmorning Image Preview


একজন সচেতন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি নানা ধরনের কাজের মাধ্যমে নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। অনেক সময় দেখা যায় বিশ্ববিদ্যালয়গুলোতে এসে নিজের অনেক অজানা মেধাও প্রকাশিত হয়ে যায় শুধুমাত্র সুযোগের কারণে।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ-শিক্ষামূলক কাজে অনেকটাই অগ্রসর। বছরের প্রায় সবদিনই কোনো না কোনো উৎসব লেগে থাকে এই বিশ্ববিদ্যালয়ের ৫০ এরও অধিক সংগঠনের মাধ্যমে।

তবে শিক্ষার্থীদের চিন্তা ও কথা বলার মেধার স্ফুরণ ঘটাতে 'বিতর্ক' অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়টির এমনই কিছু বিতর্ক পাগল শিক্ষার্থীদের অন্যতম সংগঠন ‘সাস্ট স্কুল অব ডিবেট’। যারা তরুণ শিক্ষার্থীদের মুক্তচিন্তা ও মুক্তবৃদ্ধির চর্চায় উদ্বুদ্ধ করে তুলতে নানা বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। সমাজের সঙ্কটকে সামনে তুলে আনা ও তার সমাধানের পন্থাও রচিত করার চেষ্টা করেন বিতর্কের মাধ্যমে। তৈরি হয় নতুন মত ও পথের।

একদল বিতর্ক পাগল মানুষ ‘তবুও উড়বে ফিনিক্স যুক্তির দ্রোহী আকাশে’ এই স্লোগানকে সামনে রেখে ২০১৫ সালে প্রতিষ্ঠা করে এই বিতর্ক সংগঠনটি। প্রতিষ্ঠার পর পেরিয়েছে তিনটি বসন্ত। এরই মধ্যে নিজেদের যোগ্যতার প্রমাণ বেশ ভালোভাবেই দিয়েছেন সংগঠনটির বিতর্কিরা। জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বেশ কয়েকটি ইভেন্টে হয়েছে চ্যাম্পিয়ন ও রানার্সআপ।

শুধু বিতর্ক নয়, বেশ কটি জাতীয় প্রতিযোগীতার আয়োজন করেও নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে এই সংগঠনের সদস্যরা। আয়োজন করেছে, বিভিন্ন কর্মশালার এবং নিরলসভাবে কাজ করে যাচেছ বিতর্কের মান বৃদ্ধিতে। যার মধ্যে উল্লেখযোগ্য ‘ইন্ট্রা সাস্ট ডিবেট টুর্নামেন্ট ২০১৮’ ‘প্ল্যানচেট বিতর্ক ২০১৮’ ‌‌‘সাস্ট এসডি ইন্ট্রারইউনিভার্সিটি ডিবেট কম্পিটিশান ২০১৭’, ‘শহীদ বুদ্ধিজীবি দিবস স্মারক প্ল্যানচেট বিতর্ক ২০১৬’ । এই বিতর্ক প্রতিযোগিতাগুলোতে সানন্দে অংশগ্রহণ করে দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়।

এছাড়া সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিতর্ক সংগঠনটি। এরই মধ্যে সংগঠনটির ঝুড়িতে যুক্ত হয়েছে বেশ কয়েকটি সাফল্য যার মধ্যে উল্লেখযোগ্য, সাম্প্রতিক জাতিসংঘ দিবস উৎযাপনে আন্ত-বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় সিলেট অঞ্চলে চ্যাম্পিয়ন, কুয়েট কর্তৃক আয়োজিত ইন্ট্রা ইউনিভার্সিটি (আইভি) ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা ২০১৮ চ্যাম্পিয়ন, মাভাবিপ্রবি কতৃক আয়োজিত ইন্ট্রা ইউনিভার্সিটি বিতর্ক প্রতিযোগিতায় ২০১৭ চ্যাম্পিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিতর্ক সংগঠন কর্তৃক আয়োজিত ন্যাশনাল ডিবেইট চ্যাম্পিয়ন। অন্যদিকে প্রতিষ্ঠার পর থেকেই রানার্সআপ এর ঝুলিও বেশ শক্ত এই সংগঠনটির।

সার্বিক বিষয়ে সংগঠনটির বর্তমান সভাপতি জুনায়েদ হাসনাইন এর সাথে দীর্ঘ আলাপচারিতায় উঠে আসে সংগঠনটির লক্ষ্য উদ্দেশ্য, সংগঠন নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা।

তিনি বলেন, বিতর্ক মানুষের চিন্তার জগতকে প্রসারিত করে। বিতর্কের মাধ্যমে পরোক্ষভাবে সমাজ, রাষ্ট্রের পরিবর্তন সম্ভব। বিতর্কের মান বৃদ্ধি এবং দক্ষ বিতর্কিক তৈরি করা আমাদের অন্যতম লক্ষ্য। এছাড়া আমরা নিজেদের দক্ষতার পরীক্ষা নিতে এরই মধ্যে আয়োজন করেছি বেশ কয়েকটি বিতর্ক প্রতিযোগিতার, যেগুলো সাফল্যের সাথে সম্পন্ন করেছি।

নতুন বিতর্কিকদের প্রতি পরামর্শ দেওয়ার উদ্দেশে তিনি বলেন, বিতর্ক করতে গেলে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় খুঁটিনাটি জানতে হবে এবং বিভিন্ন বিষয়ে মৌলিক ধারণা রাখতে হবে। এই ধারণা পরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করার পাথেয় হিসেবেও কাজ করে এবং অর্জিত জ্ঞান তার পথচলায় সহায়ক হয়েছে বলে মনে করেন, জুনায়েদ হাসনাইন।

Bootstrap Image Preview