Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ইউটিউবার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৯:১১ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৯:১১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


১০৭ বছর বয়সেও ইউটিউবে জনপ্রিয় ছিলেন দক্ষিণ ভারতের মাসতানাম্মা। বিশ্বে সবচেয়ে বয়স্ক যে কয়েকজন প্রবীণ ইউটিউবার আছেন তার মধ্যে তিনি অন্যতম। তিনি মারা গেছেন। তিনি ইউটিউবে ‘কান্ট্রি ফুড’ নামে একটি চ্যানেল পরিচালনা করতেন। সোমবার চ্যানেলটির পক্ষ থেকে তার মৃত্যুর সংবাদ জানানো হয়।

এই চ্যানেলে ভারতীয় এবং বিরল খাবারের রেসিপির ভিডিও আপলোড করা হতো। ওই রেসিপিগুলো তাৎক্ষণিকভাবে তৈরি করতেন তাসতানাম্মা। ২০১৬ সাল থেকে যাত্রা করা এই চ্যানেলটি শুরুর পর পরই জনপ্রিয়তা পায়।

মাস্তানম্মার দেশীয় খাবারের ইউটিউব চ্যানেলে ১০ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে এবং চ্যানেলে একশর বেশি রান্নার ভিডিও রয়েছে। এর মধ্যে তার বিখ্যাত রেসিপি তরমুজ মুরগি রান্না। 

মাস্তানম্মার ইউটিউব চ্যানেলটি তার নাতি ও তার বন্ধু এতদিন পরিচালনা করে আসছিলেন। ২০১৬ সালে চালু হওয়া এই চ্যানেল মুহূর্তেই জনপ্রিয় হয়ে ওঠে। 

অন্ধ্র প্রদেশে জন্ম নেওয়া মাস্তানম্মা বিবিসিকে ২০১৭ সালে তার ১০৬ বছর হয়েছে বলে জানিয়েছিলেন। যদিও তার কোনো জন্মসনদ নেই এটি প্রমাণের জন্য। 

মাস্তানম্মার রান্নার ভিডিওতে প্রায়ই দেখা যায়, প্রত্যন্ত গ্রামে খুব স্বাভাবিক রান্নার যন্ত্রপাতি ব্যবহার করে খোলা মাঠের মধ্যে রান্নার দৃশ্য। এমনকি তিনি সবজি চাঁছার জন্য তার নখ ও ভারতীয় পুরনো ছুরি ব্যবহার করতেন। আর খাবার পরিবেশন করা হতো ঐতিহ্যগত দক্ষিণ ভারতীয় কলাপাতায় করে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি দাঁতবিহীন সদা হাস্যোজ্জ্বল গ্র্যান্ডমাদার বা দাদি হিসেবে পরিচিত ছিলেন।

Bootstrap Image Preview