Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাশিয়াকে ক্ষেপণাস্ত্র চুক্তি নিয়ে আল্টিমেটাম দিয়েছে যুক্তরাষ্ট্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৯:০০ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৯:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাশিয়াকে আগামী ৬০দিনের মধ্যে পরমাণু ক্ষেপণাস্ত্র চুক্তি অনুযায়ী কাজ করার আল্টিমেটাম দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইউরোপকে পরমাণু ক্ষেপণাস্ত্র মুক্ত রাখার চুক্তির বিষয়ে স্বচ্ছ হতে আহ্বান জানানো হয়। খবর ইএসএ টুডে

রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করার আগে যুক্তরাষ্ট্রকে আরেকবার কূটনৈতিক সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে ইউরোপের দেশগুলো। ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনয়নের মধ্যে স্বাক্ষরিত মাঝারি পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র চুক্তি বা আইএনএফ বাতিল হলে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে।

মাইক পম্পেও বলছেন রাশিয়া ‘কয়েক ব্যাটেলিয়ন এসএসসি-৮ ক্ষেপণাস্ত্র’ প্রস্তুত করেছে। ন্যাটো’র মহাসচিব জেন্স স্টোল্টেনবার্গ, জানিয়েছেন তারা রাশিয়াকে এসব ক্ষেপণাস্ত্র ত্যাগ করতে সম্মত করার জন্য ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাবে।

‘এই ক্ষেপণাস্ত্রের পাল্লার কারনে এগুলো ইউরোপের জন্য সরাসরি হুমকি’, বলেন পম্পেও। এগুলোকে ৯এম৭২৯ নামেও ডাকা হয়।

রাশিয়ার কর্মকাণ্ড যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর জাতীয় নিরাপত্তাকে ব্যাপক হুমকির মুখে ফেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

জার্মানির নেতৃত্বে ন্যাটোর দেশগুলো পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে ব্রাসেলসের এক বৈঠকে এ অনুরোধ করে।

এদিকে স্বল্প সময়ের মধ্যে ইউরোপের বিভিন্ন শহরে আঘাত হানতে সক্ষম এমন মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের কোনো কার্যক্রম নেয়নি বলে দাবী করছে রাশিয়া।

পম্পেও জানান, যুক্তরাষ্ট্র ২০১৩ সাল থেকে রাশিয়ার কাছে বিষয়টি অন্তত ৩০ বার উত্থাপন করেছেন। কিন্তু রাশিয়া বিষয়টি প্রত্যাখ্যান করেছে বা উল্টো পদক্ষেপ নিয়েছে।

‘এসব তথ্যের ভিত্তিতে, রাশিয়া চুক্তি ভঙ্গ করেছে ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রও এটি মেনে চলা বন্ধ করে দিবে বলে জানাচ্ছি। ৬০ দিনের মধ্যে রাশিয়া সম্পূর্ণ ও যাচাইযোগ্য ভাবে চুক্তি মেনে না নিলে এই ঘোষণা কার্যকর হবে,’ বলেন পম্পেও।

Bootstrap Image Preview