Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুবিতে খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ ও বিদায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৮:২০ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৮:২০ PM

bdmorning Image Preview


কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত খুলনা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ ও প্রবীণ বিদায়-২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় কলাভবনের ৫০১ নং রুমে এক জমকালো আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খুলনা বিভাগের এ সংঘটনের সাধারণ সম্পাদক সোহান শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কলা অনুষদের ডিন ও খুলনা বিভাগীয় ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা ড. জি এম মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন- অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান শামিমুল ইসলাম, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. জিল্লুর রহমান সিদ্দিকসহ খুলনা বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তৃতায় ড. জি এম মনিরুজ্জামান বলেন, নিজের এলাকার মানুষদের সাথে মিশলে আপনজনদের কাছে পাওয়ার অনুভূতি ফিরে পাই। জ্ঞানের উদ্দেশ্যে সকলে একসাথে মিলিত হয়ে ভবিষ্যৎও এমনটা অব্যাহত থাকবে। খুলনার শিক্ষার্থীরা অন্যদের তুলনায় অনেক মেধাবী। এ কৃতিত্বের স্বাক্ষর তারা অতীতে রাখছে এবং ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে।

পরে ২০১৬-১৭ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া (১১তম ও ১২তম ব্যাচের) শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। সেই সাথে ২০১২-১৩ শিক্ষাবর্ষের (৭ম ব্যাচের) শিক্ষার্থীদের বিদায় স্বারক ক্রেস্ট প্রদান কর হয়।

পরে নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা নাচে-গানে মেতে ওঠে উপস্থিত খুলনা বিভাগীয় সকল শিক্ষার্থীরা। পরে নাচ, গান, কবিতা আবৃতি ও একক অভিনয়ের মাধ্যমে আনন্দে মতে ওঠে শিক্ষার্থীরা।

Bootstrap Image Preview