Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপের পরেও খেলার পরিকল্পনা রয়েছে মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ১০:০৪ AM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ১০:০৪ AM

bdmorning Image Preview


বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে একটা ধারণা জন্ম নিয়েছে যে বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেট মহল থেকে সৃষ্ট এই ধারণা এখন কোটি কোটি ক্রিকেট অনুরাগীদের মধ্যে ছড়িয়েছে পড়েছে। তবে নিজের অবসর নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের ভিন্ন পরিকল্পনার কথা জানালেন মাশরাফি। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফির অংশগ্রহণ নিয়ে সব মহলেই চর্চা চলছে। সম্ভাবতই সেখানে উঠে আসছে মাশরাফির অসবর প্রসঙ্গ। এমন সব প্রশ্নেই জবাব দিতেই মঙ্গলবার সাংবাদিকেদের সঙ্গে কথা বলেন তিনি।সেখানে তিনি জানান বিশ্বকাপের পর নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করবেন তিনি। 

মাশিরাফি বলেন, ‘‘আমার মাইন্ড সেট আপ বিশ্বকাপ পর্যন্ত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির পর্যন্ত মনে হচ্ছিল আমি চ্যাম্পিয়ন্স ট্রফির পর পারবো কিনা জানি না। তারপরও আমার ফিটনেস পারফর্মেন্স ঊনিশ পর্যন্ত চলছিল বলে আমি মোটামুটি এগিয়েছি। সেটাই বলছি আমার বিশ্বকাপ পর্যন্ত মাইন্ড সেট আপ আছে। তারপর রিভিউ করার সুযোগ আছে, আমি যদি সেই অবস্থায় না থাকি তাহলে অবশ্যই আমাকে কুইট করতে হবে।’’

‘‘আর যদি থাকে তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো, তার আগেও যে কোন কিছু হতে পারে। ২০১১ বিশ্বকাপের পর আপনাদের অনেকেই বলেছিল যে আমার ক্যারিয়ার শেষ। আল্লার রহমতে আরও সাত বছর ক্যারি করতে পেরেছি। ওইখানে আমার ফ্যামিলির সবাই ভেবেছিল আমি পারবো কিনা। ’’

মাশরাফির কথায় দেশের ক্রিকেট অনুরাগীরা কিছুটা আশ্বস্থ হলো বটে। কারণ সকলেই ধারণা ছিলো মাশরাফি বিশ্বকাপের মঞ্চেই হয়তো তার রোমাঞ্চকর ক্রিকেট ক্যারয়ারের ইতি টানবেন। তবে উল্লেখিত বক্তব্যের পর মাশরাফির ক্রিকেট ক্যারিয়ারটা আরো বড় হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো।

Bootstrap Image Preview