Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমেরিকার বিরুদ্ধে আবারো কঠোর সমালোচনা এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ১০:০৩ AM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ১০:০৩ AM

bdmorning Image Preview


মার্কিনদের আবারো কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। ভেনিজুয়েলার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কারণে তিনি এ সমালোচনা করেন। কারাকাসের সঙ্গে আংকারার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক জোরদার করারও অঙ্গীকার ব্যক্ত করেন। আমেরিকার সঙ্গে যখন তুরস্কের সম্পর্কে উত্তেজনা চলছে তখন এরদোগান এসব কথা বললেন।

তিনি বলেন, আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম-নীতি ভঙ্গ করে এমন কোনো আমরা পদক্ষেপকে মেনে নিতে পারি না। ভেনিজুয়েলা সফরের সময় গতকাল (সোমবার) তিনি রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে বৈঠকের পাশাপাশি ব্যবসায়ীদের এক ফোরামে বক্তব্য রাখেন।

এরদোগান বলেন, পুরো জাতিকে শাস্তি দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান করা যায় না। এসময় মাদুরোকে বন্ধু আখ্যা দিয়ে এরদোগান বলেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট কয়েকটি দেশের পক্ষ থেকে হামলা মোকাবেলা করছেন। তবে এ ধরনের হুমকির মুখেও আংকারা ভেনিজেুয়েলার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার জন্য কাজ করবে। এজন্য সব রকমের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Bootstrap Image Preview