Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গুডবাই বলে দিলেন গম্ভীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৯:১৬ AM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৯:১৬ AM

bdmorning Image Preview


আশঙ্কা ছিল৷ কিন্তু শেষ পর্যন্ত তা সত্যি হল৷ আইপিএল নিলামের আগেই বাইশ গজকে বিদায় জানালেন ভারতের তারকা ক্রিকেটার তথা ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য গৌতম গম্ভীর৷ সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন টিম ইন্ডিয়ার এই ব্যাটসম্যান৷

জাতীয় দলের দরজা বন্ধ হয়েছিল আগেই৷ দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতেও ব্যাটে রানে আসেনি৷ একাদশ আইপিএলে নাইট দল থেকে বাদ পড়েন৷ কিন্তু দিল্লি ডেয়ারডেভিলসের নেতৃত্ব ফিরে পেলেও ব্যাট হাতে দাগ কাটতে ব্যর্থ৷ ফলে দিল্লি ফ্র্যাঞ্চাইজিও তাঁকে বয়ে বেড়ানোর সাহস দেখায়নি৷ তাই সাহস করে অবসরটা নিয়ে ফেললেন গৌতম গম্ভীর৷ ফিরোজ শাহ কোটলায় রঞ্জি ট্রফিতে অন্ধপ্রদেশের বিরুদ্ধে ম্যাচটাই হবে গম্ভীরের শেষ প্রথমশ্রেণির ম্যাচ৷ তার পরই গ্লাভল জোড়া তুলে রাখবেন বাঁ-হাতি ওপেনার৷

সব ধরণের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন টিম ইন্ডিয়ার এই বাঁ-হাতি ওপেনার৷ সেই সঙ্গে শেষ হয়ে গেল তাঁর ১৫ বছরের আন্তর্জাতিক কেরিয়ার৷ মঙ্গলবারই ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নিলেন ৩৭ বছরের দিল্লির এই ব্যাটসম্যান৷ দেশের হয়ে ৫৮টি টেস্ট, ১৪৭টি ওয়ান ডে এবং ৩৭টি টি-২০ ম্যাচ খেলেছেন গম্ভীর৷ আইপিএল নাইটদের সবচেয়ে সফল অধিনায়ক তিনি৷ দু-বার কিং খানের কেকেআর-কে ট্রফি দিয়েছেন গম্ভীর৷ ব্যর্থ ছেড়ে গম্ভীররের হাত ধরে ২০১২ ও ২০১৪ সালে আইপিএল খেতাব জেতে নাইটরা

তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজারের বেশি আন্তর্জাতিক ক্রিকেট রান রয়েছে এই বাঁ-হাতি ওপেনারের৷ টেস্ট ক্রিকেটে ৪১৫৪, ওয়ান ডে ক্রিকেটে ৫২৩৮ এবং আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রয়েছে ৯৩২ রান৷ দেশের হয়ে শেষবার খেলেছেন ২০১৬ ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে৷

দেশের হয়ে দু’টি বিশ্বকাপ (২০০৭ টি-২০ এবং ২০১১ বিশ্বকাপ) দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গম্ভীর৷ আন্তর্জাতিক ক্রিকেটে গম্ভীরের অভিষেক হয়েছিল ২০০৩ ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে৷ ২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়াংখেড়ের বাইশ গজে তাঁর ৯৭ রানের দুরন্ত ইনিংস ২৮ বছর পর ভারতকে দ্বিতীয়বার ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের স্বাদ দেয়৷ ১৯৮৩ কপিল দেবের পর ২০১১ ধোনির হাত ধরে বিশ্বকাপ জেতে ভারত৷ এর চার বছর আগে ওয়ান্ডারার্সে ২০০৭ টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে গম্ভীরের ব্যাটে ৭৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ধোনির হাতে বিশ্বকাপ ট্রফিটা তুলতে বড় ভূমিকা নিয়েছিলেন দিল্লির এই বাঁ-হাতি৷ রুদ্ধশ্বাস ফাইনালে পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত৷

Bootstrap Image Preview