Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৮ রান দূরে কোহলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৯:০৭ AM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৯:০৭ AM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ার মাটিতে এবার একাধিক মাইলস্টোনের সামনে ভারত অধিনায়ক৷ বৃহস্পতিবার থেকে অ্যাডিলেড ওভালে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট যুদ্ধ৷ চার টেস্টের সিরিজে ওভালে প্রথম টেস্টে শচীন-দ্রাবিড়-লক্ষ্ণণের সঙ্গে একই ক্লাবে নাম লেখাতে চলেছেন বিরাট কোহলি৷

অ্যাডিলেডে মাত্র ৮ রান করলেই অস্ট্রেলিয়ার মাটিতে এক হাজার রানের মাইলস্টোন ছুঁবেন কোহলি৷ ৮টি টেস্টে এখনও পর্যন্ত ৯৯২ রান করেছেন বিরাট৷ এটি বিরাটের তৃতীয় অস্ট্রেলিয়া সফর৷ ২০১২ ও ২০১৪ দু’বার চারটি করে আটটি টেস্ট খেলেছেন দিল্লির এই ডানহাতি ব্যাটসম্যান৷ করেছেন ৫টি সেঞ্চুরি৷ গড় ৬২৷ শেষবার অর্থাৎ ২০১৪-১৫ মরশুমে চারটি সেঞ্চুরি এসেছিল বিরাটের ব্যাট থেকে৷ অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের সর্বোচ্চ টেস্ট স্কোর ১৬৯৷

এখনও পর্যন্ত তিন ভারতীয় ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার মাটিতে হাজার টেস্ট রানের মাইলস্টোন টপকেছেন৷ কিংবদন্তি  শচীন টেন্ডুলকরের ঝুলিতে রয়েছে ১৮০৯ রান৷ ধ্রুপদি ভিভিএস লক্ষ্ণণ করেছেন ১২৩৬ রান৷ আর স্টাইলিশ রাহুল দ্রাবিড়ের ব্যাট থেকে এসেছে ১১৪৩ রান৷ এছাড়াও আরও একটি মাইলস্টোনের হাতছানি রয়েছে কোহলির সামনে৷

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দের মধ্য সর্বাধিক টেস্ট সেঞ্চুরির রেকর্ড থেকে মাত্র দু’টি শতরান দূরে কোহলি৷ অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ৬টি টেস্ট শতরান রয়েছে শচীনের৷ আর বিরাটের রয়েছে পাঁচটি৷ সুতরাং একটি সেঞ্চুরি করলেই লিটল মাস্টারকে ছুঁয়ে ফেলেবেন ভারত অধিনায়ক৷ গত সফরেই সুনীল গাভাসকরকে পাঁচটি সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন বিরাট৷

Bootstrap Image Preview