Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরানের তেল রফতানি বন্ধ করতে সক্ষম হবে না যুক্তরাষ্ট্র: রুহানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ১০:৪০ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ১০:৪০ PM

bdmorning Image Preview


ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের তেল রফতানি বন্ধ করতে সক্ষম হবে না যুক্তরাষ্ট্র। তার দেশের তেল রফতানিকে যদি যুক্তরাষ্ট্র টার্গেট করে তাহলে পারস্য উপসাগর দিয়ে কোন তেল রফতানি করতে দেয়া হবে না।

মঙ্গলবার ইরানের সেমনান প্রদেশের শাহরুদ শহরে এক জনসমাবেশে প্রেসিডেন্ট হাসান রুহানি এসব কথা বলেন।

হাসান রুহানি বলেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত যে, আমরা তেল বিক্রি করছি এবং আমাদের তেল বিক্রি অব্যাহত থাকবে; তারা আমাদের তেল রফতানি বন্ধ করতে পারবে না। যুক্তরাষ্ট্রের আরও জানা উচিত যদি- তারা কোন দিন ইরানের তেল রফতনি বন্ধের উদ্যোগ নেয় তাহলে পারস্য উপসাগর দিয়ে কোনো তেল রফতানি হবে না। 

তিনি বলেন, ইরানের তেল বিক্রি বন্ধ করার ঘোষণা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। তারা ইরানের তেল রফতানি বন্ধ করতে গিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়েছে। ইরানি জাতি সবক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিজয়ী হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Bootstrap Image Preview