Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চবির খালেদা জিয়া হলের নাম তারামন বিবি করার দাবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৪ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৫ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রী হলটি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নামে রয়েছে সেটির নাম পরিবর্তনের দাবি করা হয়েছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা হলটিতে থাকা 'খালেদা জিয়া ছাত্রীনিবাস' নামটি স্প্রে ছিটিয়ে মুছে দেয় এবং নামফলকটি তুলে ফেলে।

এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি অংশ ওই ছাত্রী হলটি সদ্যপ্রয়াত বীরপ্রতীক তারামন বিবির নামে করার প্রস্তাব জানিয়েছেন।

একাত্তরে অস্ত্রহাতে যুদ্ধে নামা অল্পসংখ্যক নারীদের একজন হলেন, তারামন বিবি। তিনি রণাঙ্গনের এই যোদ্ধা বীরপ্রতীক খেতাবে ভূষিত। তিনি শুক্রবার (৩০ নভেম্বর) মারা যান।

২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে ছাত্রীদের জন্য ৫০৮ আসনের হলটি নির্মাণ করা হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে রয়েছেন। রায়ে আদালত বলেছে, তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করেছেন।

খালেদা জিয়া হলের নামফলক মুছে দেওয়ার ঘটনায় নেতৃত্বদানকারীদের অন্যতম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহ সভাপতি মনসুর আলম বলেন, যারা এতিমের টাকা মেরে খায়, যারা দুর্নীতির দায়ে দণ্ডিত তাদের স্থান এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকবে না।

বিলুপ্ত কমিটির উপ-গ্রন্থনা বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, দুর্নীতিবাজ কোনো ব্যক্তির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে হল থাকতে পারে না। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, প্রশাসনের কাছে হলটির নাম বীরপ্রতীক তারামন বিবির নাম রাখার প্রস্তাব রেখেছি। আগামীকাল আমরা এ বিষয়ে প্রশাসনের নিকট স্মারকলিপি দেব।

 

Bootstrap Image Preview