Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হিজবুল্লাহ'র সুড়ঙ্গ ধ্বংসে ইসরায়েলি বাহিনীর অভিযান

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৮:৩২ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৮:৩২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ’র খননকৃত সুড়ঙ্গগুলো বন্ধ করে দিতে অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সুড়ঙ্গগুলো ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ ব্যবহৃত হবে অভিযোগ করে এ অভিযান শুরুর কথা জানিয়েছে তারা।

সিরিয়ার গৃহযুদ্ধে কয়েক বছরের লড়াইয়ের পর ২০১৭ সালের ডিসেম্বরে ফিলিস্তিনিদের অধিকার রক্ষা এবং ইসরায়েলের ধ্বংসের প্রতি মনোযোগী হওয়ার ঘোষণা দেয় হিজবুল্লাহ। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও হিজবুল্লাহ’র মধ্যকার উত্তেজনা চরমে পৌঁছেছে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হিজবুল্লাহ’র ‘সন্ত্রাসী সুড়ঙ্গগুলো ধ্বংস করতে অভিযান চালানো হচ্ছে। সুড়ঙ্গগুলোকে বেসামরিক মানুষদের জন্য ‘হুমকি’ আখ্যা দিয়ে বিবৃতিতে বলা হয়, কার্যক্রম শুরুর আগেই এগুলোকে নিষ্ক্রিয় করতে হবে।

ঠিক কতগুলো সুড়ঙ্গ আছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে, সীমান্তে ইসরায়েলি অংশে এ অভিযান পরিচালিত হবে।

হিজবুল্লাহর সঙ্গে আরেকটি যুদ্ধ হতে পারে বলেও সতর্ক করেছে ইসরাযেল। নতুন কোনও যুদ্ধ হলে বিপুল সামরিক শক্তি ব্যবহার করা হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে।

এর ২০০৬ সালে এক মাসের যুদ্ধে লিপ্ত হয়েছিল ইসরায়েল ও হিজবুল্লাহ। সে যুদ্ধে ১,১২৫ জন লেবানিজ নাগরিক নিহত হয়, এদের বেশিরভাগই বেসামরিক। প্রায় ৪০ জন ইসরায়েলি বেসামরিক নাগরিকও সে যুদ্ধে নিহত হয়।

Bootstrap Image Preview