Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জাবিতে বাগেরহাট ছাত্রকল্যাণ সমিতির সভাপতি এ্যালেক্স সম্পাদক দ্বীপ

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৮:০৩ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৮:০৩ PM

bdmorning Image Preview


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাগেরহাট জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বাগেরহাট ছাত্রকল্যাণ সমিতি’ নতুন কমিটি গঠন করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের পিয়াস ইজারদার এ্যালেক্স কে সভাপতি এবং পাবলিক হেলথ এ- ইনফরমেটিক্স বিভাগের দিদারুল আলম দ্বীপ কে সাধারণ সম্পাদক করা হয়েছে। তারা উভয়ই বিশ্ববিদ্যালয়ের ৪৪ ব্যাচের (৪র্থ বর্ষ) শিক্ষার্থী।

সংগঠনটির আয়োজনে সমাজ বিজ্ঞান অনুষদের গ্যালারিতে অনুষ্ঠিত নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে নতুন এ কমিটি ঘোষণা করেন সমিতির প্রধান উপদেষ্টা ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসান ইমাম।

কমিটিতে অন্যান্য পদে রয়েছেন- সহ-সভাপতি অপরুপ নন্দী, আরিফ ইসলাম, যুগ্ম সম্পাদক মোহন কর্মকার, দপ্তর ও অর্থ সম্পাদক শেখ মাসুদ, সাংগঠনিক সম্পাদক মুহিত হাসান ও মেহেদী হাসান।

অনুষ্ঠানে সহকারী অধ্যাপক হাসান ইমাম বাগেরহাটের শিক্ষার্থীদের পড়ালেখা ও কর্মজীবনে সাফল্য কামনা করে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের সমাজসেবক দেলোয়ার হোসেন, বিদায়ী কমিটির সভাপতি সামসুল আরেফিন, সাধারণ সম্পাদক কে এম রিয়াদ সহ বাগেরহাট জেলার শিক্ষার্থীবৃন্দ।

Bootstrap Image Preview