Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবিতে তিন দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৭:১৮ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৭:১৮ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের পদত্যাগসহ তিন দফা দাবিতে উপাচার্যের বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা প্রতিগতিশীল ছাত্রজোট নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বরাবর এ স্মারকলিপি প্রদান করেন তারা ।

তাদের দাবিগুলো হলো- অবিলম্বে প্রক্টরের পদত্যাগ, চিহ্নিত সন্ত্রাসী হামলাকারীদের বহিস্কার করা, কাজী নজরুল ইসলাম মিলনায়নে সকল প্রকার বাণিজ্যিক ব্যবহার বন্ধ করা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত শনিবার কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাণিজ্যিক সিনেমা দহন প্রদর্শনীর বিরুদ্ধে অবস্থান নেয় প্রগতিশীল ছাত্র। অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রশাসনের উপস্থিতিতে সরকার দলীয় ছাত্রসংগঠনের নামধারী সন্ত্রাসীরা আন্দোলনরত প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের উপর আকস্মিক হামলা চালায়। এতে প্রগতিশীল ছাত্রজোটের নেতা মিথুন মহন্ত, সংবাদকর্মী আলী ইউনুস হৃদয়সহ সাতজন গুরুতর আহত হয়।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি এ.এম. শাকিল, রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি মহব্বত হোসেন মিলন, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি  ফিদেল মনির, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টে সভাপতি লিটন দাস প্রমুখ। 
 

Bootstrap Image Preview