Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইসরায়েলে ৯শ বছরের পুরনো স্বর্ণ মুদ্রার সন্ধান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৬:২৫ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ০৬:২৫ PM

bdmorning Image Preview


ইসরায়েলের সমুদ্রবর্তী প্রাচীন শহর কেসৈরিয়ায় নয়’শ বছরের পুরনো ২৪ টি স্বর্ণ মুদ্রার সন্ধান পেয়েছেন একদল প্রত্নতাত্ত্বিক। স্বর্ণমুদ্রা রাখার এই পাত্রটি ছিল ব্রোঞ্জ আর পাথর দিয়ে মোড়ানো। মুদ্রার পাশাপাশি সেখানে একটি সোনার দুলও পাওয়া যায়।

খনন দলের পরিচালক ড পিটার ও মোহাম্মদ হাতার বলেন, ধারণা করা হচ্ছে এই স্বর্ণগুলোর মালিক এবং তার পরিবারকে সেই যুদ্ধে ভয়াবহ পরিণতি বরণ করতে হয়েছিল। অথবা তাদেরকে জোর করে দাস বানানো হয়েছিল। তাই তাদের পক্ষে আর সম্পদ উদ্ধার সম্ভব হয় নি।

গবেষকরা অনুমান করছেন, স্বর্ণমুদ্রাগুলোর মালিক ১১০১ সালের ভয়াবহ ক্রুসেডের সময় নিহত হন। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানগুলো খননকালে এটি আবিষ্কৃত হয়। এই আবিস্কারকে কেসৈরিয়ার ইতিহাস ঐতিহ্যের এক নীরব সাক্ষী বলে মনে করেন সেখানকার স্থানীয় কর্তৃপক্ষ। ক্রুসেড যুদ্ধের সময় শহরটির যে কি ভয়াবহ ঝড় বয়ে গেছে-সেটিই যেন মনে করিয়ে দিচ্ছে এ আবিষ্কার।

লিখিত দলিল অনুসারে কেসৈরিয়া শহরটি বাল্ডউইন আর্মির আক্রমণের শিকার হয়। তারা ১১০০ থেকে ১১১৮ সাল পর্যন্ত জেরুজালেম শহরটি তাদের দখলে ছিল। 

Bootstrap Image Preview