Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছাত্রলীগ নেতাকে পেটালো স্থানীয়রা, সড়ক অবরোধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৮:২৮ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৮:২৮ PM

bdmorning Image Preview


বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের নেতা কাউছার হাবীব অভিকে পিটিয়েছে স্থানীয়রা। এ সময় ছাত্রলীগের সাবেক এক কেন্দ্রীয় নেত্রীসহ বেশ কয়েকজনকে লাঞ্ছিত করে তারা।

সোমবার (৩ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ২নং গেট সংলগ্ন পার্ক মোড় এলাকায় এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতার নামে স্থানীয় এক মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী হেল্প বুথ দিয়ে পরীক্ষার্থীদের থেকে চাঁদা আদায় করছিল। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আশিকুন নাহার টুকটুকি, ছাত্রলীগ নেতা কাওসার হাবিব অভি, বাধন, পাভেল এতে  বাধা দেয় এবং ওই স্টল তুলে দেয়।

পরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আরেক সদস্য ফয়সাল আজম ফাইন ও কারমাইকেল কলেজের ছাত্র পারভেজ আলমের নেতৃত্বে বহিরাগত ৩৫/৪০ জন পার্কের মোড়ে এসে অভিকে তুলে নিয়ে যায়। এ সময় হাতাহাতিতে টুকটুকি, বাধন, সোহেল সিদ্দিকি, পাভেল, শুভ হক, আহত হয়।

পরে পুলিশ অভিকে উদ্ধার করে তাজহাট থানায় নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগ নেতাকর্মীরা পার্কের মোড়ে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া বলেন, ভর্তি পরীক্ষায় যাতে কোন ধরনের চাঁদাবাজি না হয় সে জন্য আমরা ব্যবসায়ীসহ সকলের সাথে আলোচনা করেছি। এরপরও এক ব্যবসায়ী হেল্প বুথের নামে চাঁদাবজি করে। ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে চাঁদা নিতে নিষেধ করলে তাদেরকে মারধর করা হয়।

অভি জানায়, তাকে তুলে নিয়ে যাওয়ার পর ফাইন ও পারভেজ আলম তাকে মারধর করে এবং তাকে কেউ বাঁচাতে পারবে না বলে হুমকি দেয়। এমনকি এ বিষয়ে কাউকে কিছু বললে খবর আছে বলে হুমকি দেয়। এ খবর লেখা পর্যন্ত পার্কমোড় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

এ বিষয়ে জানতে চাইলে তাজহাট থানার দায়িত্বরত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, বিকেলে একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তবে, আটককৃত ব্যক্তির নাম জানাননি পুলিশের এই কর্মকর্তা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবু কালাম মো. ফরিদ-উল ইসলাম বলেন, ঘটনাটি ক্যাম্পাসের বাহিরে ঘটেছে। সুতরাং, পুলিশ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

Bootstrap Image Preview