Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে রেকর্ডটি শুধুই টাইগার স্পিনারদের আছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৫ AM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৭ AM

bdmorning Image Preview


চট্টগ্রামে প্রথম টেস্টে এসেছিল ৬৪ রানে জয়। ঢাকায় দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৮৪ রানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে প্রথমবার প্রতিপক্ষকে ফলো-অন করিয়ে ইনিংস জয় তুলে নিল বঙ্গব্রিগেড। একই সঙ্গে আরো নতুন একটি রেকর্ড গড়েছে বাংলাদেশ দল। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে একাদশে পেসারের তালিকায় ছিলেন শুধু মাত্র মুস্তাফিজুর রহমান। পুরো টেস্টে তিনি মাত্র ৪ ওভার বোলিং করে ছিলেন উইকেট শূন্য। তবে নাইম, তাইজুল, সাকিব ও মিরাজরা মিলে তুলে নিয়েছিলেন ২০ উইকেট। 

চট্টগ্রাম টেস্টে ১ পেসার খেলানোর সিদ্ধান্তে সমালোচনার মুখে পড়তে হয় নির্বাচকদের। তবে ঢাকা টেস্ট সবাইকে অবাক কোনও পেসার ছাড়াই একাদশ সাজানো হলো। এই সিদ্ধাতেও সাফল্য পেল বাংলাদেশ দল। টেস্টের তৃতীয় দিনেই ইনিংস ১৮৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নিলো বাংলাদেশ দল।

আর এতেই রেকর্ড বুকে নাম লেখানো বাংলাদেশ। দুই ম্যাচের সফরকারীদের মোট ৪০ উইকেট তুলে নিয়েছে টাইগারদের স্পিনাররা। যা দুই ম্যাচ সিরিজের ইতিহাসে সেটি টেস্টের ইতিহাসে এবারই প্রথম।

২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে ম্যাচের সিরিজে টাইগার স্পিনাররা তুলে নেন ৩৮টি উইকেট। সেই রেকর্ডটি এতদিন বাংলাদেশেরই ছিল। অর্থাৎ নিজেদের রেকর্ডই ভাঙলো সাকিবের দল। 

Bootstrap Image Preview