Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিরাজের নতুন রেকর্ড ও একটি আক্ষেপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৯:১৬ AM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৯:১৬ AM

bdmorning Image Preview


বাঁ-হাতি স্পিনার এনামুল হককে হটিয়ে ২০১৬ সালে বাংলাদেশের পক্ষে টেস্টে সেরা বোলিং ফিগার দাঁড় করিয়েছিলেন ডান-হাতি অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ।২০১৬ সালে ঢাকার মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৪৯ দশমিক ৩ ওভারে ১৫৯ রানে ১২ উইকেট নেন মিরাজ। যার মাধ্যমে বাংলাদেশের পক্ষে এক ম্যাচে সেরা বোলিং ফিগার রেকর্ড গড়েন মিরাজ।

আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিজের পুরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ডের জন্ম দিলেন মিরাজ। ঢাকা টেস্টে মিরাজের বোলিং ফিগার ছিলো, ৩৬ ওভারে ১১৭ রানে ১২ উইকেট। এটি তার ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো ম্যাচে ১২ উইকেট নেওয়ার কৃতিত্ব।  প্রথম ইনিংসে ৫৮ রানে ৭ উইকেট নেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে ৫৯ রানে ৫ উইকেট নেন তিনি।

ফলে পুরনো রেকর্ডটি ভেঙ্গে যায়। তবে নতুন রেকর্ডটি নিজের দখলেই রাখলেন মিরাজ। সেই সাথে ম্যাচের সেরাও হয়েছেন মিরাজ।প্রথম ইনিংসে ৫৮ রানে ৭ উইকেটে এক ইনিংসে সেরা বোলিং ফিগার মিরাজের।

মিরাজ নিজে কোন ম্যাচের পারফরম্যান্সকে এগিয়ে রাখছেন? ইংল্যান্ডের বিপক্ষে ১২ উইকেট নাকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২ উইকেটকে? শুনুন তার মুখ থেকেই, ‘দুইটাই কিন্তু ভালো হয়েছে। কিন্তু প্রথমটা আমার জীবনের টার্নিং পয়েন্ট ছিল ইংল্যান্ডের বিপক্ষে। অবশ্যই ওইটা এগিয়ে থাকবে।’

তবে একটুর জন্য একটি রেকর্ড হাতছাড়া হয়েছে মিরাজের। সেটি হলো একদিন ১০ উইকেট নেওয়ার সুযোগ।কদিন আগে দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে একদিনেই ১০ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহ। যেটি ১৯৯৯ সালে ভারতের অনীল কুম্বলের পর প্রথম কোনো বোলারের টেস্টের একদিনে ১০ উইকেট নেওয়ার কীর্তি। 

ঢাকা টেস্টে রবিবার একদিনে ৯ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। টানা তিন ওভারে নিয়েছেন একটি করে উইকেট নেওয়ার পর মিরাজের উইকেট সংখ্যা দাড়ায়। আর সে সময় জয় থেকেও একটি উইকেটর দূরে ছিলো বাংলাদেশ। তবে শেষ উইকেটটি নেওয়ার জন্য মিরাজ  সে সময় সাকিব ও তাইজুল বোলিং করে। শেষ উইকেটটি তুলে নেন তাইজুল। তাই মিরাজের একদিকে দশ উকেট নেওয়ার কৃত্বিটা হলো না।

Bootstrap Image Preview