Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাবির সাংবাদিক নির্যাতনের ঘটনায় শাবি প্রেসক্লাবের নিন্দা 

আবদুল্লা আল মাসুদ, শাবি প্রতিনিধি:
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৮:০০ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৮:০০ PM

bdmorning Image Preview


রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোটার্স ইউনিটের সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলী ইউনুস হৃদয়ের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

আজ রবিবার শাবি প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলাম ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

 

প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান, বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি, শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক সিনেমা এর প্রদর্শনীর প্রতিবাদে রাবি প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা মিলনায়তনের সামনে অবস্থান নেন। দুপুর ৩টার দিকে প্রদর্শনী শুরুর পূর্ব মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সামনেই আন্দোলনকারী কয়েকজনের ওপর চড়াও হয় ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা আন্দোলনকারীদের এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকেন।

এসময় সাংবাদিক হৃদয় তাদেরকে আটকাতে গেলে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাবিরুল জামিল সুস্ময় তার কোমরে লাথি দেন। এতে কোমরে গুরুতর আঘাত পেলে হৃদয়কে বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি করা হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ক্যাম্পাসে সাংবাদিকরা বিভিন্ন ঝুঁকি নিয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করেন। কিন্তু গণমাধ্যমকর্মীদের ওপর এ ধরনের হামলা স্বাধীন মত প্রকাশে হুমকি। তাই এ ধরনের কাজ ভবিষ্যতে যাতে কেউ না করে সেজন্য জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। 

এজন্য শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাবিরুল জামিল সুস্ময়কে তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ থেকে আজীবন বহিষ্কারের দাবি জানান শাবি প্রেসক্লাব নেতৃবৃন্দ।

 

 

 

Bootstrap Image Preview