Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করায় টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৮ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


দুই ম্যাচ টেস্ট সিরিজে সফররত ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্টে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ইনিংস ও ১৮৪ রানের বিশাল ব্যবধানের বিজয় তুলে নেয় টাইগারা। এতে সিরিজের ফলাফল দাঁড়িয়েছে ২-০।

এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ বিজয়ে সকল খেলোয়াড়, কোচ, জাতীয় ক্রিকেট দলের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, আমাদের খেলোয়াড়দের টিমস্পিরিট এবং তাদের অসাধারণ পারফরমেন্সে গোটা জাতি গর্বিত।

শেখ হাসিনা বলেন, ক্রীড়ার প্রতি বর্তমান সরকারের যথাযথ পৃষ্টপোষকতা ও সমর্থনের কারণে এই সাফল্য এসেছে।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দলের এই বিজয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

২৪ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ৬৪ রানে পরাজিত করে।

Bootstrap Image Preview