Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওয়েস্ট ইন্ডিজকে হারের পাল্টা জবাব দেওয়া নিয়ে যা বললেন সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৫:৫২ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৫:৫২ PM

bdmorning Image Preview


সময়,পারফম্যান্স , অভিজ্ঞতা সব কিছুই ঠিক ভাবে কাজে লাগিয়েছে টাইগাররা।সেই সাথে পাল্টা জবাবও দিয়েছে ক্যারিবিয়ানদের। চলতি বছরের জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে অসহায় ভাবে আত্মসমর্পন করে বাংলাদেশ। সেই লজ্জার হার সাকিবদের হৃদয় ক্ষত করে দেয়। সেই হারের জালা ফিরিয়ে দেওয়ার জন্য মুখিয়ে ছিলো টিম টাইগার। অবশেষে ঘরের মাঠে উপযুক্ত প্রতিশোধই মনে হয় নিলো।

ক্যারিবিয়ানদের বিপক্ষে এই টেস্ট সিরিজ জয় শুধুই জয় নয়। এই জয়ে টেস্ট ক্রিকেটে মিজেদের ইতিহাসের পাতা নতুন করে রচনা করেছে বাংলাদেশ। দুর্দান্ত এই জয়ের পর সাংবাদিক সম্মেলনে আসেন ক্যাপ্টেন সাকিব। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই হারের কথা মনে আছে কি?  এই জয়কি এই হারের প্রতিশোধ? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন,হ্যাঁ, কারণ আমি মনে করি যে আমরা যারা প্রতিটা প্লেয়ার ছিলাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজে, আমরা কেউই এধরনের পারফর্মেন্স এক্সপেক্ট করি নাই। আমরা এমন হারের পর মিটিং করেছি, তারপর স্ট্রংলি কামব্যাক করেছি ওয়ানডে-টি-টুয়েন্টিতে। যেহেতু আমরা টেস্ট ফরম্যাটে ভালো করি নি, আমাদের হোমে একটা সুযোগ ছিল প্রমান করার। ওই কারণেই আমরা চেয়েছিলাম কিছু একটা করি, যেন মানুষ অন্তত ভুলতে পারে বা বুঝতে পারে যে না, তাদের হোমে সুবিধাটা তাঁরা নিতে পেরেছে, আমাদের হোমে আমাদের যতটুকু করা সম্ভব ততটুকু করতে পেরেছি।

নিজেদের টেস্ট ক্রিকেটে এই প্রথম কোন দলকে ফলোঅন সহ হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ । সেই প্রসঙ্গে তিনি আরো বলেন,দেখুন আমরা একশ'র ওপরে টেস্ট ম্যাচ খেলেছি। এই প্রথম এমন কিছু করলাম। অবশ্যই স্পেশাল কিছু তা না হলে তো... ১৮ বছরের মত টেস্ট খেলেছি, একশ টেস্টের মত খেলেছি। এই ফার্স্ট টাইম এরকম কিছু হলল। এর ভেতরে আমরা কিন্তু ছোট টিমের সাথেও খেলেছি। তারপরও আমরা এমন কিছু করতে পারি নি। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। এর আগে আমাদের ওপরের কোন টিমকে হোম কন্ডিশনে হোয়াইটওয়াশ করি নি। সব কিছু মিলিয়ে আমাদের জন্য সিরিজটি অনেক বড় পাওয়ার সিরিজ ছিল। 

এই জয় দিয়ে সেই হারের জবাব দেওয়া হলো সেটাও জানিয়ে দিলেন, জবাব দেয়া না, তবে এখজন হোম অ্যান্ড অ্যাওয়ের একটা অ্যাডভান্টেজট থাকে। ওরা ওদের হোমের অ্যাডভান্টেজট নিতে পেরেছে, আমরা আমাদের হোমের অ্যাডভান্টেজটটা নিতে পেরেছি। ওভাবে হারার পর আমাদের অবশ্যই অনেক কিছু প্রুভ করার ছিলো। অ্যাট লিস্ট হোমে, সেটা আমরা করতে পেরেছি। সেটার জন্য আসলে আমি প্রতিটা টিম মেটকেই ধন্যবাদ জানাই, কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই যে এই জিনিসটায় বিশ্বাস করেছে, সিরিজ শুরুর আগে। সত্যি কথা বলতে, আমি অনেক ডিমান্ডিং ছিলাম এই সিরিজটাতে। সবার কাছেই খুব বেশ করে চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ সবাই যার যার সাধ্য মত চেষ্টা করেছে। কেউ হয়তো সফল হবে কেউ হবে না। সবাইর মনের ভেতর ওই বিশ্বাসটা ছিল, সবাই দলের জেতার জন্য কন্ট্রিবিউশন রাখতে চায়। সবসময় রাখতে চায়, বাট আলাদা রকমের একটা আগ্রহ ছিল সেটা বোঝা যাচ্ছিলো। 

Bootstrap Image Preview