Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২০২২ সালে জি-২০ সম্মেলন ভারতে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৪:০৯ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৪:১০ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


২০২২ সালের জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে। ঘটনাচক্রে ২০২২ সালেই ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি হবে। তাই ভারতে জি-২০ সম্মেলনের ওই বছরকেই বেছে নেওয়া হয়েছে।

শনিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে জি-২০ সম্মেলনের বৈঠক শেষে এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতালির সরকারকে বিশেষ অনুরোধ করে ২০২১ সালের সম্মেলনের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানানো হয়। 

আর এর পরিবর্তে ২০২২ সালের দায়িত্ব ভারতকে দেওয়ারও আবেদন জানানো হয়। শেষপ্রর্যন্ত ভারত সরকারের দাবিই মেনে নেওয়া হয়।

তিনি বলেন, ইতালি এবং অন্যান্য দেশও আমাদের এই আবেদন গ্রহন করেছে। তাই আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং বিশ্বের শীর্ষ নেতাদের ২০২২ সালে ভারতে আসার আমন্ত্রণ জানাই।

প্রসঙ্গত, ২০২২ সালে জি-২০ সম্মেলন আয়োজন করার কথা ছিল ইতালির। কিন্তু ভারত এবং ইতালি তা পরিবর্তন করার পরে ২০২২ সালে আয়োজক দেশ হবে ভারত।

Bootstrap Image Preview