Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অলিম্পিকে টি-টেন ক্রিকেট দেখতে চান আফ্রিদি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০২:৩৯ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০২:৪৯ PM

bdmorning Image Preview


দশ ওভারের ক্রিকেট তথা টি-টেন ক্রিকেট লিগ নিয়ে পক্ষে-বিপক্ষে হচ্ছে নানান আলোচনা। এবার এ আলোচনায় নতুন রসদ জোগালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তার মতে টি-টেন ভার্সনের মাধ্যমেই অলিম্পিকে ক্রিকেটের জায়গা দেয়া সম্ভব।

আফ্রিদির মতে অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারবে টি-টেন ভার্সন। সময় এবং দর্শক আগ্রহকে কাজে লাগিয়ে সহজেই অলিম্পিকে দশ ওভারের ক্রিকেট অন্তর্ভুক্ত করা যায় বলে মনে করেন আফ্রিদি।

তিনি বলেন, ‘আমি মনে করি অলিম্পিকে দেয়ার জন্য টি-টেন ক্রিকেটই যথাযোগ্য। আমার মনে হয় এই ফরম্যাটটা আপনি অলিম্পিকে নিয়ে বিশ্ববাসীকে বোঝাতে পারবেন ক্রিকেট জিনিসটা আসলে কি। আমার মতে সবাইকে ক্রিকেট সম্পর্কে ধারণে দিতে এবং ক্রিকেটে ব্যাপারে বোঝানোর জন্য এটাই যথাযথ ফরম্যাট।’

শনিবার টি-টেন লিগের কোয়ালিফায়ার ফাইনালে শনিবার রাতে মুখোমুখি হয় পাখতুনস ও নর্দার্ন ওয়ারিয়র্স। পাখতুনসের অধিনায়ক শহিদ আফ্রিদির ১৭ বলে ৩ চার ও ৭ ছক্কায় খেলা ৫৯ রানের ঝোড়ো ইনিংসে ভর করে পাখতুনস ১০ ওভারে ১৩৫ রানের বড় সংগ্রহ পায়। জবাবে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২২ রানের বেশি করতে পারেনি ওয়ারিয়র্স। ১৩ রানের জয়ে ফাইনালে নাম লেখায় আফ্রিদির পাখতুনস। ম্যাচের জয়ের পর টি-টেন ক্রিকেট লিগকে অলিম্পিকে যোগ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে গত বছর টি-টেন লিগের উদ্বোধনী আসরেও একই কথা বলেছিলেন ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ন মরগান।

তিনি বলেন, টি-টেন লিগটা দেখার জন্যও আনন্দদায়ক। মরগ্যান বলেন, ‘আমি মনে করি টি-টেন ফরম্যাটটা এমন এক ধরেন ক্রিকেট, যেটা আপনি চাইলেই অলিম্পিকে রাখার প্রস্তাব দিতে পারেন। আপনি টি-টোয়েন্টির দিকে তাকালে দেখবেন সেটা খানিক লম্বা সময়ের। সে তুলনায় টি-টেন আরও অনেক কম সময়েই শেষ হয়।’

মূলত ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেট ঢোকানোর খবর প্রকাশ হওয়ার পর থেকেই অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তির ব্যাপারে সবার সরব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এমতাবস্থায় আফ্রিদির মন্তব্য আইসিসিকে নতুন করে ভাবাতেও পারে।

এর আগে ১৯০০ সালের প্রথম এবং এক বারই অলিম্পিকে দেখা মিলেছে ক্রিকেটের। যেখানে ফ্রান্সকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল গ্রেট ব্রিটেন। আফ্রিদি কিংবা তার মতো অন্যান্য যারা অলিম্পিকে টি-টেন ক্রিকেট দেখতে চায়, তাদের ইচ্ছার প্রতিফলন ঘটলে ১২০ বছর পর ২০২০ সালের টোকিও অলিম্পিকে ক্রিকেট দেখা যেতে পারে।

Bootstrap Image Preview